আমাদের বেশিরভাগই স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং স্মার্ট ফোনের কথা বলতে আমরা বেশিরভাগই অ্যান্ড্রোইড ফোন ব্যবহার করে থাকি। যেমন, স্যামসাং, শাওমি বা রেডমি যাতীয় ফোন। তবে আমরা অনেকেই অনেক ক্ষেত্রে স্ক্রীন রেকর্ডারের প্রয়োজনয়ীতা অনুভব করি। আর এর জন্য আমরা অনেক সময়েই অনেক নিম্ন মানের রেকর্ডার পাই যা আমাদের ফোনের ক্ষতি তো করেই আবার রেকর্ডের কোয়ালিটিও খুব একটা ভাল না। তাই এবার আমরা জানব কিছু স্ক্রীন রেকর্ডার সম্পর্কে যেগুলো আপনি চাইলে আপনার অ্যান্ড্রোইড ফোনে ভরসার সাথে ব্যবহার করতে পারবেন। তবে চলুন জেনে নেই সেগুলো সম্পরকে।
AZ Screen Recorder
আপনারা যারা এই লেখা পড়ছেন তারা হয়ত এই রেকর্ডারের নাম শুনে থাকবেন বা ব্যবহার করে থাকবেন। তবে এই রেকর্ডারের উপরে সন্দেহের কিছুই নেই। এটা বেশ ভাল মানের এক রেকর্ডার এতে বেশ কিছু ইডিটিং ফিচার আছে। ব্যক্তিগতভাবে আমিও এটা বেশ ব্যবহার করেছি। তাই আপনি চাইলে এটা দেখতে পারেন।
Super Screen Recorder
সুপার রেকর্ডারও বেশ পরিচিত একটি রেকর্ডার। এর কোয়ালিটি ভাল তবে মাঝে মাঝে একটু দুর্বল ফোনে ক্র্যাশ করতে পারে। আর সেক্ষেত্রে এর ক্র্যাশের আগের রেকর্ড সেভ করার কোন অপশান নেই। যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। তবে যদি ফোন ভাল হয় তাহলে আপনি বেশ সহজেই এটা ব্যবহার করতে পারবেন।
DU Recorder
এককালে স্ক্রীন রেকর্ডার বলতে শুধু এই রেকর্ডারই ছিল মার্কেটে সেরা। তবে এখন আরও অনেক রেকর্ডার বাজারে এসেছে। তবুও আপনি এটা বেশ ভরসার সাথে ব্যবহার করতে পারেন। এর রেকর্ডিং কোয়ালিটি আসলেই দুরতান্ত। তবে একটু পুরাতন হওয়ায় নিরাপত্তার একটা বিষয় মাথায় রাখতে হবে।
Google Play Games
এখনকার বেশিরভাগ অ্যান্ড্রোইড ফোনেই এটা ইন্সটল করা থাকে না। তবে আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে এটা ইন্সটল করতে পারবেন আর এটা যেহেতু গুগলের জিনিস আবার অ্যান্ড্রোইডও গুগলের জিনিস তাই আপনি চোখ বুজে এটি ব্যবহার করতে পারবেন। যদিও এটা মূলত স্ক্রীন রেকর্ডার না তবুও এটা দিয়ে স্ক্রীন রেকর্ড করা যায় এবং তার কোয়ালিটিও বেশ ভাল।
Screen Recorder
বাজারে এমন অনেক রেকর্ডার আছে যেগুলোতে ঘন ঘন বিজ্ঞাপন দেখায় কিন্তু মান ভাল না। আর তারা আপনাকে বার বার প্রিমিয়াম কিনতে বলবে যাতে তাদের কিছু আয় হয়। আর আপনি যদি এমন অ্যাপ না চান তাহলে আপনি সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এটা একেবারেই ফ্রি এবং কোন বিজ্ঞাপন নেই।
এই ছিল এবারের সেরা স্ক্রীন রেকর্ডারের তালিকা। এর পরে এগুলো নিয়ে আরও বিস্তারিত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর নিজের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না।