আমাদের প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি। আর স্মার্ট ফোন বলতে আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ছাড়া আর কোন অপারেটিং সিস্টেমের স্মার্ট ফোন ব্যবহার করি নি। আর আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করে থাকি, আমাদের অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার এক ফোন থেকে আরেক ফোনে পারাপার করার দরকার পরে।
আমরা যারা জীবনে কোন এক সময়ে কোন প্রকার ফোন ব্যবহার করেছি তারা জীবনে কোন না কোন এক সময় একবার হলেও কোন ফাইল পারাপার করেছি। আগে আমরা আমাদের ফোন থেকে অন্য এক ফোনে যেকোন ফাইল পাঠাতে ব্যবহার করতাম ব্লু টুথ। সেটা যদিও ফিচার ফোনের সময়ের কথা। তার পরে যখন ধীরে ধীরে স্মার্টফোন ও অ্যান্ড্রয়েড ফোন এর সংস্পর্শে আমরা চলে আসি তখন আমাদের মাঝে একটা অ্যাপ্লিকেশান বেশ প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। আর সেই অ্যাপ্লিকেশান এর নাম হলো শেয়ার ইট।
আমার মনে হয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছেন বা করছেন আর এই অ্যাপ্লিকেশান এর নাম শুনেননি এমন কোন মানুষ আদৌ আছে আমাদের এই দেশে। শেয়ার ইট ছিল একটা চাইনিজ প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ্লিকেশান যা সফটওয়্যার, ছবি, ভিডিও বা যেকোন প্রকার ফাইল পারাপারে ব্যবহার করা হতো। প্রথমদিকে এই অ্যাপ্লিকেশান মোটামুটি ভাল থাকলেও পরবর্তিতে এর বেশ কিছু সমস্যা খেয়াল করা যায়। তবে সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব।
শেয়ার ইট সেই সমস্যাগুলোর কারণে এখন আর কোথাও খুব একটা দেখা যায় না। তবে এর পরিবর্তে শেয়ার ইটের মতো বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান দেখা যাচ্ছে। তবে শেয়ারিং অ্যাপ্লিকেশান শেয়ার ইট হোক অন্য কোন অ্যাপ্লিকেশান যদি সেটা থার্ড পার্টি হয় তাহলে আপনার বিভিন্ন ধরণের তথ্যচুরি ও ম্যালওয়্যার জনিত সমস্যা দেখা দিতে পারে। আর যদি আপনি সেইরকম অসুবিধায় পরতে না চান তাহলে আপনার উচিত এইসকল থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ত্যাগ করা।
আর যদি আপনি অ্যাপ্লিকেশান শেয়ার করতে চান তাহলে আপনি হয়ত আপনার সামনে এরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বাদে অন্য কোন অ্যাপ্লিকেশান দেখবেন না। কিন্তু আপনার সামনেই সেই অ্যাপ্লিকেশান পরে আছে আর আপনি তা ফিরেও দেখছেন না। অনেকেই হয়ত অনুমান করেছেন যে আমি কোন অ্যাপ্লিকেশান এর কথা বলছি। আসলে সেই অ্যাপ্লিকেশান আর কোন অ্যাপ্লিকেশান না এইটা হলো প্লে স্টোর। হ্যাঁ, আপনি প্লে স্টোর থেকেই বেশ সহজে অ্যাপ্লিকেশান পারাপার করতে পারেন।
এর জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনার এমনকি ইন্টারনেট কানেকশানেরও দরকার নেই এই সেবা নিতে। আপনাকে শুধু আপনার অ্যাপ্লিকেশান ম্যানেজমেন্ট প্যানেলে যেতে হবে। সেখানে গেলেই দেখবেন একবারে শেষের দিকে অ্যাপ্লিকেশান শেয়ারিং জাতীয় এক অপশান আছে। সেখানে গিয়ে আপনি যে অ্যাপ্লিকেশান শেয়ার করতে চান সেটা সিলেক্ট করে শেয়ার করুন। যেই ফোন রিসিভ করবেন সেই ফোনও একইভাবে অ্যাপ্লিকেশান গুলো রিসিভ করবেন। এই ম্যাধম অনেক ফাস্ট এবং যেহেতু এখানে কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান নেই তাই আপনার ডিভাইস ও ফাইল সবই নিরাপদ থাকবে।