স্মার্টফোন চুরি হলে বা হারিয়ে গেলে কী করবেন অনেকেই বুঝতে পারেন না। মোবাইলে এমন অনেক তথ্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে যা অত্যন্ত ব্যক্তিগত। এর মধ্যেই রয়েছে ছবি, জিমেল, কনট্যাক্ট। এই সব তথ্যই গুগল অ্যাকাউন্টে সেভ থাকে। তাই ফোন চুরি হলে নিজের ব্যক্তিগত তথ্য বাঁচাতে আগে ফোন থেকে গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। কিন্তু কীভাবে হারিয়ে যাওয়া ফোন থেকে গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন? জেনে নিন সেই প্রক্রিয়া।
স্টেপ ১। ব্রাউজার থেকে www.google.com ওপেন করে ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে সেই অ্যাকাউন্টে লগ ইন করুন।
স্টেপ ২। ডান দিকে উপরে প্রোফাইল ফটো সিলেক্ট করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ বেছে নিন।
স্টেপ ৩। এবার ‘সিকিউরিটি’ ট্যাব ওপেন করে ‘ইওর ডিভাইস’ বিভাগ থেকে ‘ম্যানেজ ডিভাইস’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। যে ডিভাইস চুরি গিয়েছে তালিকা থেকে সেই ডিভাইস সিলেক্ট করুন। এর পরে সাইন আউট সিলেক্ট করুন।
স্টেপ ৫। পপ আপ মেসেজ কনফার্ম করুন।
এবার আপনার চুরি যাওয়া স্মার্টফোন থেকে গুগল অ্যাকাউন্ট সাইন আউট হয়ে যাবে।