স্মার্টফোনে ব্রাউজিং করার সময় অনেকেই অনিরাপদ ওয়েবসাইটে চলে যেতে পারেন। এতে কখনো কখনো ক্যামেরার অনুমতি চাওয়া হতে পারে। বেশিরভাগ ব্যবহারকারীই ভুলবশত ক্যামেরার পারমিশন দিয়ে ফেলেন। যা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য গুরুতর হুমকি।
ওয়েবসাইটের মতো গুগল প্লে-স্টোরের অ্যাপ ব্রাউজিংয়ের সময়েও ছবি তুলতে পারে সংশ্লিষ্টরা। এখানেও অনেক ব্যবহারকারী ভুলবশত অথবা অনিচ্ছাকৃতভাবে ছবি তোলার অনুমতি দিয়ে থাকতে পারেন। তাই স্মার্টফোনের তথ্য সুরক্ষিত আছে কি না সেটি নিশ্চিত হয়ে নিন।
বিশেষজ্ঞরা বলেন, ব্যবহারকারী যদি অনিচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে যাওয়া অথবা অ্যাপ ডাউনলোডের সময়ে ‘অ্যালাউ’ অপশনে ক্লিক করলে আপনি নিজের অগোচরেই ব্যক্তিগত অবস্থানের তথ্য দিয়ে দিলেন এবং ভবিষ্যতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে না। ফলে অ্যাপটি ব্রাউজের সময়ে গোপনে আপনার ছবি উঠতে থাকবে। কিন্তু এই সমস্যার সমাধান কী? চলুন জেনে নেওয়া যাক-
গুগল ক্রোমের মাধ্যমে যেভাবে সমাধান করবেন
ব্রাউজিংয়ের সময় ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তথ্য চুরি থেকে রক্ষার জন্য সবার আগে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এবার উপরে ডান দিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে রয়েছে ‘সেটিংস’। সেখানে ট্যাপ করলে সরাসরি নতুন স্ক্রিনে চলে যাবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে গেলে পাবেন ‘সাইট সেটিংস’। এতে ট্যাপ করার পর কুকিজ, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, মোশন সেন্সরসহ আরও অপশন দেখতে পাবেন। আপনাকে ‘ক্যামেরা’ অপশন সিলেক্ট করতে হবে। এবার ডান দিকে যে বাটন রয়েছে তাতে ক্লিক করলে ব্লক হয়ে যাবে আপনার গুগল ক্যামেরা।
স্মার্টফোন সেটিংসের মাধ্যমে যেভাবে সমাধান করবেন
প্রথমে স্মার্টফোন সেটিংস ওপেন করে স্ক্রল করতে থাকুন। সিলেক্ট করুন ‘অ্যাপস’। তবে অনেক ফোনে এটি ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনের অন্তর্ভুক্ত থাকতে পারে। ‘অ্যাপস’ এ ক্লিক করার পর ‘পারমিশনস’ অপশনটি সিলেক্ট করুন। এবার আবারও ‘পারমিশনস’ ক্লিক করবেন। এবার ‘ক্যামেরা’ অপশনে ক্লিক করবেন এবং যে তালিকা দেখানো হবে সেগুলোতে দেখুন কোন অ্যাপে ক্যামেরার পারমিশন দেওয়া রয়েছে। সেই অ্যাপগুলো থেকে পারমিশন তুলে নিন।