অ্যাপটির নাম ওয়াটার রেজিস্ট্যান্স টেস্টার। গুগল প্লে স্টোরে বিনা মূল্যেই পাওয়া যায়। স্মার্টফোন পানিরোধী কি না, তা পরীক্ষা করে দেখা সেটির কাজ। অন্তত অ্যাপটির বিবরণ হিসেবে তা-ই লেখা আছে।
প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে পর্দায় দেখানো নির্দেশনা মানলেই অ্যাপটি বলে দেবে আপনার স্মার্টফোন পানিরোধী কি না। কাজটি করে ফোনের ব্যারোমিটার ব্যবহারের মাধ্যমে। ব্যবহারও বেশ সহজ।
অ্যাপের নির্মাতা রে ওয়াং দ্য ভার্জকে বলেছেন, তিনি অ্যাপটি বানিয়েছেন যেন মানুষ তাদের স্মার্টফোন এখনো পানিরোধী আছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ব্যবহার কিংবা মেরামতের পর। তবে অ্যাপে পানিরোধী দেখালেই নিশ্চিন্ত মনে এক বালতি পানিতে আপনার ফোন চুবিয়ে রাখতে যাবেন না।
পানিতে আপনার স্মার্টফোন টিকবে কি না, দেখে নিন অ্যাপে
অবশ্য রেডিট ব্যবহারকারীরা অ্যাপটিকে কার্যকরী বলেই সাব্যস্ত করছেন। প্লে স্টোরের রিভিউগুলোও তা-ই বলছে। দ্য ভার্জও অ্যাপটি পরীক্ষা করে দেখেছে। স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এমনিতে পানিরোধী হলেও সিম ট্রে খোলার পর অ্যাপে সেটিকে আর পানিরোধী দেখায়নি। ওয়ানপ্লাস এক্সে পানিরোধী না, অ্যাপের পরীক্ষায় সেটি যথারীতি ব্যর্থ হয়েছে।
এমন অ্যাপ অবশ্য প্লে স্টোরে আরও আছে। তবে সেগুলো ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে দেখে বলে পুরোনো স্মার্টফোনগুলোতে কাজ করতে পারে, নতুনগুলোতে তেমন কার্যকরী নয়।
যাহোক, আগে যেমন বলা হয়েছে, অ্যাপটি পানিরোধী দেখালেই ফোন পানিতে ফেলে দিলে চলবে না। তবে পানিতে যদি পড়েই যায়, তাহলে প্রথম ধাক্কায় সেটির ক্ষতি হবে না, তা ভেবে আপাতত নিশ্চিত থাকতে পারেন।