রাউটারের ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করবেন আপনি কয়টি ডিভাইস ব্যবহার করতে পারবেন। বাজারে কিছু রাউটার রয়েছে যেগুলো ভালো সেবা দিতে সক্ষম। চলুন জেনে নেওয়া যাক কোন রাউটারগুলো ভালো সেবা দেয়-
রাউটার কেনার আগে যা মনে রাখবেন
রাউটার কেনার আগে বাজেট ও কাভারেজ এরিয়ার ব্যাপারে ভাবতে হয়। অর্থাৎ আপনার সামর্থ্য ও ঘরের আয়তনের ওপর নির্ভর করবে কোন রাউটার আপনার জন্য ভালো। আপনার ঘর যতখানি বড়, রাউটারের কাভারেজ এরিয়াও ততখানি বড় হতে হবে।
এক-দুই রুমের বাসা হলে যে রাউটার ব্যবহার করবেন
মেস কিংবা ছোট পরিবারের জন্য নেটিস রাউটার ভালো। এই রাউটারের মূল্য ৯০০ টাকা। এর সমমূল্যে পাবেন ডি-লিংক ডিআইআর-সিক্স-জিরো-জিরো এমএন ওয়ান-ফাইভ-জিরো রাউটারের মডেল। তবে কোনো কোনো দোকানে অতিরিক্ত ১০০ থেকে ১৫০ টাকা গুনতে হতে পারে।
একাধিক রুম হলে যেসব রাউটার ব্যবহার করবেন
আপনার বাসায় একাধিক রুম হলে নেটগিয়ার, ওয়াভলিংক, শাওমি এমআই রাউটার ব্যবহার করুন। এর মূল্য ১৫০০ থেকে ১৭০০ টাকা।
আপনার বাজেট এবং ঘরের আয়তন উভয়ই বেশি হলে টিপি লিংক আর্কার, শাওমি এমআই ফোর-এ, আসুস ও টেন্ডা ব্যবহার করতে পারেন। বাজারে এসব রাউটারের মূল্য দুই-তিন হাজারের মধ্যে রয়েছে। এগুলোর ফ্রিকোয়েন্সি ভালো এবং একটানা দীর্ঘ সময় ধরে সেবা দেয়।