অনেকেরই হয় তো জানা নেই যে, টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার পর সেটি নিজেদের ফোনে অফলাইনে দেখার জন্য সেভ করেও রাখা যায়। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মতোই টুইটারের কোনও ভিডিও-ও ডাউনলোড করা যায়। টুইটারে সরাসরি ডাউনলোডের কোনও অপশন না থাকলেও নির্দিষ্ট কয়েকটি উপায়ে ভিডিও ডাউনলোড করা যায়।
টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ আছে, যার মাধ্যমে টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু এ ছাড়াও DownloadTwitterVideos.com ব্রাউজারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়। এতে অবশ্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় না। টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য সেই ভিডিওর লিঙ্ক দরকার। সেই লিঙ্ককে DownloadTwitterVideos.com ব্রাউজারের সার্চ বারে পেস্ট করতে হবে। সার্চ বারে পেস্ট করার পর Download MP4 বাটনে ক্লিক করতে হবে। এর পর ফোনে সেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
অ্যানড্রয়েড ফোনে টুইটারের কোনও ভিডিও সেভ করার উপায়
১: প্রথমেই Google Play Store থেকে ‘Download Twitter Videos – Twitter Videos Downloader’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২: অ্যাপটি ইনস্টল হওয়ার পর সেখানে থাকা ‘Your Link’s’ বক্সে টুইটারের ভিডিও-র লিঙ্ক পোস্ট করতে হবে।
৩: এর পর নীল রঙের ডাউনলোড বাটন প্রেস করে ভিডিওটিকে নিজের ফোনে সেভ করতে হবে।
৪: ভিডিওটি সেভ হওয়ার আগে ফোনের স্টোরেজের অ্যাক্সেস চাইবে। সেটি দিয়ে দিলে টুইটারের ভিডিও ফোনে সেভ হয়ে যাবে।
৫: ডাউনলোড করা ভিডিও ফোনের গ্যালারিতে দেখা যাবে। এ ছাড়া সেটিকে ডাউনলোড ফাইলেও চেক করা যাবে।