বর্তমানে মোবাইল ফোনকে স্মৃতির সংগ্রহশালা বললে ভুল হবেনা। আমাদের জীবনের বিভিন্ন আনন্দদায়ক মুহূর্ত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইল পর্যন্ত, অনেককিছু জমা থাকে মোবাইলে। তাই নিয়মিত সময় বের করে এসব গুরুত্বপূর্ণ স্মৃতি ও তথ্য ব্যাকআপ নিয়ে রাখা উচিত। শাওমি, রেডমি ও মি ব্র্যান্ডের ফোনগুলোতে মি একাউন্ট ব্যবহার করে ব্যাকাপ নেয়া যাবে। শাওমি ফোন ব্যাকাপ নিতেঃ
সেটিংস অ্যাপে প্রবেশ করুন
About Phone এ ট্যাপ করুন
Back up and restore সিলেক্ট করুন
সেখানে ব্যাকআপ এবং রিস্টোর করার বিভিন্ন অপশন পাবেন
আপনি চাইলে ফোনের মধ্যে ব্যাকআপ ফাইল রাখতে পারেন অথবা শাওমি ক্লাউডেও রাখতে পারেন
আপনার পছন্দ অনুযায়ী ব্যাকআপ রাখার কনফিগারেশন বাছাই করুন