বর্তমানে মোবাইল ফোনকে স্মৃতির সংগ্রহশালা বললে ভুল হবেনা। আমাদের জীবনের বিভিন্ন আনন্দদায়ক মুহূর্ত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইল পর্যন্ত, অনেককিছু জমা থাকে মোবাইলে। তাই নিয়মিত সময় বের করে এসব গুরুত্বপূর্ণ স্মৃতি ও তথ্য ব্যাকাপ নিয়ে রাখা উচিত।
এই পোস্টে অ্যান্ড্রয়েড ফোন ব্যাকআপ নেয়ার একাধিক পদ্ধতি সম্পর্কে আমরা জানব। এর মধ্যে আপনার পছন্দের পদ্ধতিটি নির্বাচন করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যাকাপ নিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যাকআপ নেয়ার সবচেয়ে সেরা উপায় হচ্ছে বিল্ট-ইন ব্যাকাপ অপশন ব্যবহার করা, যা গুগলের সার্ভারে ব্যাকআপ নিয়ে থাকে।
গুগল অ্যাকাউন্টে অ্যান্ড্রয়েড ফোনের ডাটা ব্যাকআপ নিতেঃ
ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন
এরপর Google সিলেক্ট করুন
Backup অপশনে ট্যাপ করুন
এরপর উক্ত মোবাইলে সাইন ইন করা গুগল একাউন্টে কতটুকু স্টোরেজ খালি আছে তা প্রদর্শিত হবে
Backup Now বাটনে ক্লিক করে তৎক্ষনাৎ ব্যাকাপ নেয়া যাবে
গুগল একাউন্টে এন্ড্রয়েড ব্যাকাপ নেয়ার নিয়ম
গুগল একাউন্টে ব্যাকাপ নেয়ার নিয়ম
নিচে থাকা Backup details শিরোনামের নিচে কি কি ডাটা ব্যাকাপ নেয়া হবে, তার বিবরণ দেখতে পাবেন। অ্যাপ, ফাইল, সেটিংস, মিডিয়া ফাইল প্রভৃতি সেখানে লিস্টেড থাকবে। ফটো ও ভিডিও ব্যাকাপ নিতে Photos & Videos এ প্রবেশ করে Back up & Sync অপশনটি চালু করে দিন। তবে ছবি ও ভিডিওগুলো এভাবে গুগল একাউন্টে ব্যাকাপ নেয়ার চেয়ে গুগল ফটোস এ রাখা উত্তম।