মোবাইল ফোনের প্রাণ সিম কার্ড। এটা একটা চিপ। যা ফোনটিকে নেওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে। অনেক সময় সিম কার্ডে ময়লা জমে। তখন নেটওয়ার্ক পায় না। কখনো কখনো নেটওয়ার্ক সিগন্যাল ওঠানামা করে। এর মূল কারণ অপরিষ্কার সিম কার্ড। জানুন সিম কার্ড পরিষ্কারের উপায়।
কেন সিম পরিষ্কার রাখবেন?
সিম কার্ডের উপর বিভিন্ন কারণে ময়লা জমে। কারণ ফোনের ভিতর অনেক সময় ধুলা-ময়লা ঢুকে যায়। ফলে, সেই ময়লা সিম কার্ডের উপর জমা হয়। কী সমস্যা হতে পারে? সিম কার্ডের উপর ময়লা জমলে সংযোগ পেতে সমস্যা তৈরি হয়। ফলে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল দেখায়। ফলে ফোন করার সময় অথবা নেট ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
যেসব ফোনে ফিজিক্যাল সিম কার্ড রয়েছে সেই প্রত্য়েক ফোনে নির্দিষ্ট সময় অন্তর সিম পরিষ্কার রাখা দরকার। তবে বর্তমানে একাধিক ফোনে রয়েছে ই-সিমের সুবিধা। ফলে সেক্ষেত্রে সিম পরিষ্কার রাখার কোনও প্রয়োজন নেই।
কীভাবে পরিষ্কার করবেন?
সিম পরিষ্কার করার জন্য কয়েকটি ছোটো ছোটো পদ্ধতি মেনে চলতে হবে। এবং তাহলেই খুব সহজেই আপনি নিজের ফোন পরিষ্কার করতে পারবেন।
প্রথমে ফোন থেকে সিম খুলতে হবে
বর্তমানে প্রতিটি স্মার্টফোনের সাইডে রয়েছে সিম কার্ড স্লট। সিম ইজেক্টর টুল ব্যবহার করে আপনি খুব সহজেই ফোন থেকে সিম কার্ড খুলে নিতে পারেন। যদি আপনার বেশ কয়েক বছরের পুরনো ফোন হয় তাহলে আপনাকে ফোনের ব্যাকপ্যানেল খুলে ব্যাটারি খুলতে হবে। এবং তবেই সিম কার্ড খুলতে পারবেন।
পরিষ্কার করার উপায় কী কী?
সিম কার্ড পরিষ্কার করার কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে যে কোনও একটি উপায়ে আপনি নিজের সিম কার্ড পরিচ্ছন্ন রাখতে পারেন।
অ্যালকোহল ব্যবহার
৯০-৯৯ শতাংশ অ্যালকোহল রয়েছে এমন কোনও লিকুইড দিয়ে আপনি আপনার ফোনের সিম কার্ড পরিষ্কার করতে পারেন। আপনার ফার্স্ট এইড বক্সে পেয়ে যাবেন ওই অ্যালকোহল। কোনও তুলা বা পরিষ্কার কাপড় অথবা তুলার মধ্যে সেই অ্যালকোহল লাগিয়ে সিম কার্ড পরিষ্কার করতে পারেন।ব্যবহার করতে পারেন।
ইলেকট্রনিক্স ক্লিনিং স্প্রে
ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করার জন্য রয়েছে নন কন্ডাক্টিভ স্প্রে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডব্লিউ৪০। এই ধরনের কোনও লিকুইড দিয়ে আপনি আপনার ফোনের সিম পরিষ্কার করতে পারেন।
রাবার ইরেজার
অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে নিজেদের মোবাইলের সিম পরিষ্কার করেন। কারণ, প্রায় সবার বাড়িতেই থাকে রাবার। রাবার দিয়ে সিমের সার্কিটের ওপর আস্তে আস্তে ঘষতে হবে। তাহলেই ময়লা উঠে আসবে।
টিস্যুর ব্যবহার
বর্তমানে বাজারে পাওয়া যায় ক্লিনিং টিস্যু। ক্লিনিং টিস্যু দিয়ে আপনি সিম পরিষ্কার করতে পারেন।