প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে মোবাইলের মতো প্রয়োজনীয় গ্যাজেটে চার্জ দেওয়া সম্ভব হয় না। চারপাশে বিদ্যুৎ না থাকলেও সহজ একটি উপায় কাজে লাগিয়ে কাজটি করতে পারবেন আপনি।
অভিনব এই পদ্ধতিতে শরীরের তাপ থেকেই মোবাইল চার্জ দেওয়া যাবে। আঙুলের স্পর্শে চার্জ হবে মোবাইল ফোনে। কীভাবে? চলুন জেনে নিই।
শরীরের তাপের মাধ্যমে মোবাইল চার্জ দিতে যা যা লাগবে
ইউএসবি চার্জিং ক্যাবল
২টি সিলভার কয়েন
এক টুকরো কাগজ
পেপার ক্লিপ
যেভাবে চার্জ দিবেন
ধাপ ১: ইউএসবি ক্যাবলটির এক প্রান্ত মোবাইলে লাগান। অন্য প্রান্তে একটি পেপার ক্লিপ ঢুকিয়ে দিন।
ধাপ ২: ক্লিপ আর ক্যাবল কানেক্টরের মাঝে কাগজের টুকরোটি রেখে দিন।
mobileধাপ ৩: ক্লিপের ওপর একটি সিলভার কয়েন রাখুন। অন্য কয়েনটি রাখুন ক্যাবল কানেক্টরের নিচে।
ধাপ ৪: এবার দুই আঙুল দিয়ে কয়েন দুটো ভালো করে চেপে ধরলেই মোবাইলে চার্জ নেওয়া শুরু হয়ে যাবে।
এভাবে বিনা বিদ্যুতে মোবাইল চার্জ দিতে পারবেন। দুর্যোগকালীন জরুরি অবস্থায় এই পদ্ধতিটি কাজে লাগিয়ে মোবাইল চার্জ দিতে পারেন।