ইউটিউবে কোনো মজার ভিডিও দেখলে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন অনেকে। আবার কোনো নাটক বা সিনেমার কিছু অংশ ভালো লাগলে সেটি শেয়ার করতে চান। এজন্য পুরো লিঙ্কটি না দিয়ে শুধু যে অংশ শেয়ার করতে চান সেটি পাঠাতে পারবেন।
কাজটি খুব সহজেই ইউটিউবে করা যায়। বর্তমানে ইউটিউব জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। দিনে কয়েক কোটি মানুষ ইউটিউবে ভিডিও দেখেন। এই ভিডিও দেখার সময় পছন্দের বা মজার কিছু অংশ কেটে বন্ধু বা যে কারো সঙ্গে শেয়ার করতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ইউটিউব ক্লিপ ফিচার। ক্লিপের সঙ্গে ভিডিওর লিঙ্কও শেয়ার করা যাবে। এক্ষেত্রে যাকে সেই ভিডিওর ক্লিপ পাঠানো হয়েছে, সে সেই লিঙ্কে ক্লিক করলেই ভিডিওর সেই অংশটি সবার প্রথমে প্লে হবে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
>> এরপর সেই ভিডিও ওপেন করুন যেটি শেয়ার করতে চান।
>> এবার সেই ভিডিওর নিচে লাইক, ডিসলাইক, শেয়ার, ডাউনলোড ইত্যাদির মতো ক্লিপ অপশন পাবেন।
>> ক্লিপ অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর সেই ক্লিপের একটি নতুন নাম দিন।
>> এরপর সেই ভিডিও কাটার জন্য ইউটিউব ভিডিও এডিট করার অপশন পাবেন।
>> পছন্দমতো সেই ভিডিওর কিছু অংশ ট্রিম করে কেটে নিন।
>> এডিট করা হয়ে গেলে শেয়ার ক্লিপ বাটনে ক্লিক করুন। তবে একই সঙ্গে সেই ভিডিওর লিঙ্ক কপি করেও শেয়ার করতে হবে।