যোগাযোগের অন্যতম হাতিয়ার স্মার্টফোন। বিনোদনের সঙ্গীও বটে! এর নানা ব্যবহারও রয়েছে। ভিডিও দেখা, গান শোনা, তথ্য সংরক্ষণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। তাই ফোন কেনার সময় নানা বিষয় ভেবে দেখা উচিত। এমন কয়েকটি বিষয় নিয়েই আজকের এই লেখা।
ডিজাইন: ফোনের লুক বেশ গুরুত্বপূর্ণ। ফোনের ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি অবশ্যই দেখে নেওয়া উচিত। যদি হাত থেকে ঘনঘন ফোন পড়ে যায়, তাহলে মেটাল বা প্লাস্টিকের তৈরি ফোন নেওয়া উচিত। এক্ষেত্রে ডিভাইসটি পড়ে গেলেও পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা কমে আসবে।
ডিসপ্লে: ভিডিও দেখা থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য বড় ও উন্নতমানের ডিসপ্লে থাকা উচিত। সেক্ষেত্রে ৫.৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে হলে ভালো হয়। এইচডি প্লাস রেজুলেশন ও অ্যামোলেড ডিসপ্লে হলে তো কথাই নেই।
মাল্টিটাস্কিং: উন্নত পারফর্মেন্সের জন্য ফোনে ভালোমানের প্রসেসর থাকা জরুরি। ফ্ল্যাগশিপ ফোন হলে স্ন্যাপড্রাগন ৮৭০ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর বাছাই করা যেতে পারে। একই সাথে দেখে নিতে হবে অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ সমর্থন করে কি না।
ব্যাটারি: বর্তমান সময়ে ফোনে সব ধরনের কাজ করা হয়। তাই দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে ব্যাটারি ক্যাপাসিটি যতদূর সম্ভব বেশি হওয়া দরকার। এক্ষেত্রে ৫,০০০ এমএএইচ বা তার চেয়ে বেশি হতে পারে।