স্মার্টফোনে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সহজেই কিছু টাইপ করা যায়। কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে এমন কোনো সুবিধা আছে কিনা তা অজানাই ছিল। কোনো কিছু দেখে সময় নিয়ে টাইপ করা কষ্টকর। আর যারা টাইপিংয়ে দুর্বল তাদের জন্য বিষয়টি আরো জটিল। আশার কথা হচ্ছে, ব্যবহারকারীরা এখন থেকে ডেস্কটপ ও ল্যাপটপেও এ সুবিধা পাবে। মাইক্রোসফট সূত্রে বিষয়টি জানা গেছে।
গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে স্মার্টফোনে যেভাবে টাইপ করা হয়, একইভাবে ল্যাপটপে বা ডেস্কটপেও এখন ভয়েস টাইপিং করা যাবে। তবে এজন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।
প্রথমেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে। এরপর গুগল ডকস সার্চ করে সেখানে লগইন করতে হবে। এরপর নতুন ফাইল তৈরির বা ক্রিয়েট আইকনে ক্লিক করে ভয়েস টাইপিং অপশন বেছে নিতে হবে এবং কি-বোর্ডে থাকা কন্ট্রোল, শিফট ও এস বাটন চাপতে হবে। ভয়েস টাইপিংয়ের জন্য প্রস্তুতি শেষ হলে বাম দিকে থাকা মাইক্রোফোন আইকনে ক্লিক করতে হবে। কথা বলা শেষ হলে আবার মাইক্রোফোন আইকনে ক্লিক করে বন্ধ করতে হবে।
ভয়েস টাইপিংয়ের সময় ইন্টারফেসে অনেক ফিচার দেখা যাবে। এগুলো ব্যবহারের মাধ্যমে কয়েক ঘণ্টার কাজ আরো কম সময়ে শেষ করা যাবে। এছাড়া ব্যবহারকারীরা পছন্দানুযায়ী যেকোনো ভাষা বেছে নিতে পারবে। এতে বাংলা, ইংরেজিসহ অনেক আন্তর্জাতিক ভাষাও রয়েছে। ভাষা পরিবর্তনের জন্য বাম দিকে থাকা অপশনে ক্লিক করতে হবে। সেখানে ভাষা নির্বাচন করে ওকে চাপলেই সেটি সেভ হয়ে যাবে।