আপনার পুরনো ফোনের প্রসেসিং স্পীড কমে গেছে বা কোন মালটিটাসকিং করতে গেলে ফোন আরো ধীরে কাজ করছে ? এমন সব সমস্যা যদি আপনার নিত্য দিনের সঙ্গী হয় তাহলে অবশ্যই একবার স্মার্টফোনের র্যাম বাড়ানোর চেষ্টা করতে পারেন। একটু অদ্ভুত লাগলো? এতদিন হয়তো কম্পিটারের র্যাম বাড়ানোর কথা জেনে থাকবেন। কিন্তু স্মার্টফোনের র্যাম বাড়ানোও সম্ভব, তাহলে জেনে নেওয়া যাক সেই বিশেষ পদ্ধতিটি :
র্যাম বাড়ানোর জন্য চারটি জিনিস দরকার :
● ৪ জিবি বা তার বেশি মেমরির এসডি কার্ড।
● রুটেড ফোন বা রুটেড ট্যাবলেট।
● এসডি কার্ড রিডার।
● উইন্ডোজ কম্পিউটার।
এসডি কার্ডের পার্টিশনের মাধ্যমে র্যাম বাড়ানোর পদ্ধতি :
প্রথমে কম্পিউটারে মিনি টুল পার্টিশন সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করুন এবং এসডি কার্ড রিডারের সাহায্যে এসডি কার্ড কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
● এবার কম্পিউটারে মিনি টুল পার্টিশন ওপেন করুন এবং এসডি কার্ড অপশনে গিয়ে ডিলিট অপশনটি ক্লিক করুন। এরফলে এসডি কার্ডের সব তথ্য মুছে যাবে ও ফরম্যাট হয়ে যাবে। তাই আগে সব তথ্য ব্যাকআপ করে নিন।
● ফরম্যাট হয়ে গেলে এসডি কার্ডে রাইট ক্লিক করে make option সিলেক্ট করুন। যে ডায়ালগ বক্সটি ওপেন হবে সেখানে গিয়ে partition অপশনে primary সিলেক্ট করুন। এবং যদি ৪ জিবির কম সেড কার্ড থাকে তাহলে file system এ fat সিলেক্ট করুন আর ৪ জিবির বেশি এসডি কার্ড হলে fat32 সিলেক্ট করুন।
● পরবর্তী পার্টিশনের জন্য ৫১২ এমবি বা তার বেশি জায়গা ছেড়ে দিন। এবং done এ ক্লিক করুন। আবার unallocated space এ গিয়ে make option সিলেক্ট করে। primary সিলেক্ট করুন। এবং file system ext2,ext3 বা ext4 সিলেক্ট করুন।
● Apply changes এ ক্লিক করুন,এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হতে কিছু সময় নেবে। তারপর পার্টিশন হয়ে যাবে এসডি কার্ডটি। এরপর প্লে স্টোর থেকে link2sd আ্যপটি ডাউনলোড ও ইনস্টল করুন।
● আ্যপটি প্রথম বারের জন্য খুললে রুট পরমিশন চাইবে। তারপর file system এ গিয়ে আপনার করা file system এর অপশনটি সিলেক্ট করুন।
● এবার বিভিন্ন আ্যপ গুলিকে সাইজ অনুযায়ী sort করুন ও লিংক করতে শুরু করুন।
স্মার্টফোন কখনই হার্ডওয়্যার ব্যবহার করে র্যাম বাড়ানো সম্ভব নয়, তাই এই পদ্ধতি এতোই সহজ যে সকলের পক্ষে তা করা সম্ভব।
এই পদ্ধতি ছাড়াও আরও দুটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে,যদি সেই বিষয়ে জানতে চান তবে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করুন।