স্মার্টফোনে কল রেকর্ডিং সুবিধা থাকা এখন গ্রাহকের অন্যতম চাহিদার বিষয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সেভাবে রেকর্ডিংয়ের সুবিধা নেই। আগে স্মার্টফোনে কল রেকর্ডিংয়ের সুবিধা ছিল, কিন্তু গুগলের নীতিমালা পরিবর্তনের কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিচারটি এখন অকার্যকর।
বর্তমানে রেকর্ডিং সুবিধা থাকলেও অন্য প্রান্তে থাকা ব্যবহারকারী এ সম্পর্কে জানতে পারে। ফোন কলের পাশাপাশি এখন থেকে হোয়াটসঅ্যাপের কলও রেকর্ড করা যাবে। সাধারণ ফোনকলের মতো হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে হলে ডিভাইসে ফিচার থাকতে হয়। তা না হলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসেও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।
আইওএস ব্যবহারকারীরা ম্যাক ডিভাইস থেকে কুইকটাইম অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। তবে যেকোনো অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। আর এজন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে ম্যাক ডিভাইস থেকে কুইকটাইম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর আইফোনকে ম্যাকের সঙ্গে যুক্ত করে কুইকটাইম অ্যাপটি চালু করতে হবে। অ্যাপ চালুর পর ফাইল অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ব্যবহারকারী নিউ অডিও রেকর্ডিং অপশন দেখতে পাবেন। সেটি নির্বাচন করতে হবে। অপশনটি চালুর পর ব্যবহারকারীরা আইফোনকে রেকর্ডিং ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে । এক্ষেত্রে কুইকটাইম চালু করে রেকর্ড বাটনে চাপ দিতে হবে। এর আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কলে গিয়ে অ্যাড ইউজারে নির্দিষ্ট কন্টাক্ট যুক্ত করতে হবে। সে কন্টাক্টে কল করলেই স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড হবে এবং ফাইলটি ম্যাক ডিভাইসে ডাউনলোড হবে।