স্মার্টফোনের যাচ্ছেতাই ব্যবহারে এর ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। প্রভাব পড়ে স্মার্টফোনের কর্মক্ষমতায়। ফলে অনেক সময় ব্যাটারি পরিবর্তন করা আবশ্যক হয়ে ওঠে। অথচ স্বাভাবিকভাবে ও নিয়ম মেনে ব্যবহার করলে এড়ানো যায় এ ঝামেলা। এক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে পাঁচটি উপায়—
প্রথমত
একটানা শূন্য থেকে শতভাগ চার্জ দেয়া থেকে বিরত থাকুন। এতে ব্যাটারি গরম হয়ে যেতে পারে। এছাড়া সারা রাত ধরে চার্জিং এড়িয়ে চলুন। এর পরিবর্তে স্মার্টফোনটি আংশিক চার্জ দিয়ে ফের ঘন ঘন চার্জ করুন।
দ্বিতীয়ত
একবারে পূর্ণ চার্জ দেয়ার পরিবর্তে ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া ব্যাটারির জন্য ভালো।
তৃতীয়ত
যখন স্মার্টফোন ঠাণ্ডা থাকে, তখন সাবধানতার সঙ্গে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
চতুর্থত
অতিরিক্ত তাপ সঞ্চারিত হওয়া ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। স্মার্টফোনটি গরম আবহাওয়া বা স্থান থেকে দূরে রাখতে হবে। চার্জ করার সময় এটিকে ঢেকে রাখা যাবে না।
পঞ্চমত
গরম ও মিনিসাইকেলগুলো কমিয়ে আনতে চার্জিংয়ের সময় গেমস খেলা, সিনেমা দেখা বা অন্যান্য ভারী কাজের চাপ এড়িয়ে চলতে হবে।