ব্যবহারকারীদের আরও সহজে রিলস বানানোর সুবিধা দিতে প্ল্যাটফর্মে নতুন টুল যুক্ত করেছে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। টুলগুলোর মধ্যে রয়েছে টেমপ্লেটের সুবিধা, যেগুলোর মাধ্যমে সহজেই বানানো যাবে রিলস৷ রিলস মূলত স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সুবিধা আনে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টেমপ্লেটগুলোতে অডিও, ভিডিও ক্লিপ, ক্লিপগুলোর সময়কাল এবং এআর ইফেক্ট রয়েছে। ক্লিপগুলো অপসারণ বা সামঞ্জস্য করে বা আগে থেকে থাকা বিভিন্ন উপাদান সম্পাদনা করে টেমপ্লেটগুলোকে নিজের মতো করে নিতে পারবেন ব্যবহারকারীরা৷
ফেসবুকের ভিডিও ট্যাব ইনস্টাগ্রামের মতো করতে যাচ্ছে মেটা। নতুন ট্যাবটিকে ‘ভিডিও’ বলা হবে, এবং ব্যবহারকারীদের ট্রেন্ডিং ক্লিপ এবং অন্যান্য সাজেশন দেখাতে ‘এক্সপ্লোর’ নামের নতুন একটি সেকশন থাকবে৷
প্রযুক্তি বিষয়ক ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই পরিবর্তনগুলোতে একটি ব্যাপার স্পষ্ট যে, ফেসবুক আস্তে আস্তে শর্ট ভিডিওতে আরও মনোযোগ দিচ্ছে। মেটার প্ল্যাটফর্ম দুটিতে রিলসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নতুন রিল এবং ব্যবহারকারীদের উপভোগ্য অন্যান্য ভিডিও আবিষ্কারে সহায়তা করতেই ‘এক্সপ্লোর’ নামের নতুন সেকশনটি ডিজাইন করা হয়েছে৷