কয়েক সপ্তাহ আগেই গুগল জানিয়েছে যে তারা কিছু কিছু জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবে। ইতিমধ্যেই টেক জায়ান্ট সংস্থাটি অ্যাকাউন্ট মুছে ফেলার এই কাজ শুরু করেছে, প্রতিটি ইউজারদের কাছে বিষয়টি নিয়ে নোটিফিকেশনও পাঠানো হচ্ছে। যদি জিমেইল আইডি ডিলিট করে দিয়ে থাকে গুগল তাহলে আপনি আর আপনার পার্সোনাল ফটো ভিডিও থেকে শুরু করে যাবতীয় দরকারী তথ্য যা গুগলের মাধ্যমে অর্থাৎ জিমেইল আইডির মাধ্যমে আপলোড করে রেখেছেন তা হারিয়ে ফেলতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আপনাকে এই কাজটি করতে হবে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
গুগল নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির জন্য নিজের পলিসি পাল্টানো সিদ্ধান্ত নিয়েছে। কমপক্ষে দুই বছর সময় ব্যবহার করা হয়নি বা এমনকি সাইন-ইন করাও হয়নি যেসব গুগল অ্যাকাউন্ট, সেগুলি নিজেদের নতুন পলিসি মেনে ডিলিট করতে শুরু করবে। আর অ্যাকাউন্ট একবার ডিলিট হয়ে গেলে তার সাথে লিঙ্কড্ জিমেইল, ডক্স , ড্রাইভ, মিট , ক্যালেন্ডার , গুগল ফটো থেকে শুরু করে ইউটিউবের মতো সমস্ত গুগল প্রোডাক্ট চিরতরে হারিয়ে যাবে। তাই এই পরিবর্তন যাতে আপনার অ্যাকাউন্টের উপর প্রভাব না ফেলে, সেই জন্য আপনাকে নিজের অ্যাকাউন্টটি যেকোনো ডিভাইস থেকে খুলে সক্রিয় রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি দুই বছর ধরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, কিন্তু তাতে ইতিমধ্যে একটি সাবস্ক্রিপশন সেট আপ থাকে তবে সেক্ষেত্রে গুগল আপনার অ্যাকাউন্ট ডিলিট করবেনা।
কীভাবে আপনার অ্যাকাউন্ট সচল রাখবেন?
আপনার জিমেইল ফোল্ডারটি অর্থাৎ যেখানে মেইল আসে তা লগইন করে মেসেজ পড়তে পারেন এবং আপনার বন্ধুদেরকে পাঠাতে পারেন। গুগল ড্রাইভ ব্যবহার করে জিমেইল আইডিকে বাঁচাতে পারেন। এরজন্য গুগল ড্রাইভ এ ফটো বা ভিডিও আপলোড করতে পারেন। এছাড়াও আপনার জিমেইল আইডি থেকে ইউটিউব ভিডিও দেখে গুগল অ্যাকাউন্ট কে ডিলিট এর হাত থেকে রক্ষা করতে পারবেন। গুগল একাউন্ট লগইন করে ছবি শেয়ার করেও একাউন্টকে সচল রাখতে পারবেন। এছাড়াও প্লে স্টোর এ জিমেইল আইডি লগইন করে অ্যাপ ডাউনলোড এর মাধ্যমেও জিমেইল আইডি ঠিক রাখতে পারবেন।কিংবা আপনি গুগলের মধ্যে কিছু দরকারি বিষয় সার্চ করেও আপনার জিমেইল আইডি ডিলিট থেকে বাঁচাতে পারেন।