যে কোন স্মার্টফোনের অন্যতম প্রধান সমস্যা স্টোরেজ। প্রতি নিয়ত ফোনের সীমিত স্টোরেজ ভরে যাওয়ার চিন্তা থাকে আমাদের মধ্যে। স্মার্টফোন স্টোরেজে যে ফাইলগুলি সবথেকে বেশি জায়গা খায় তা হল ছবি ও ভিডিও। আজকাল একাধিক ক্লাউড ব্যাক আপ পরিষেবায় এই ছবি ও ভিডিও সেভ কপ্রা যায়। এর ফলে ফোন থেকে এই ফাইলগুলি ডিলিট করে দিলেও যে কোন সময় তা ব্যবহার করা যায়। এই রকম একটি জনপ্রিয় ক্লাউড ব্যাক আপ সার্ভিসের নাম গুগল ফটোজ।
গুগল ফোটোজে ১৬ মেগাপিক্সেল পর্যন্ত ছবি আনলিমিটেড সেভ করা যায়। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেয় গুগল। কীভাবে গুগল ফটোজে বিনামূল্যে আনলিমিটেড ফটো পাবেন? দেখে নিন।
গ্রাহককে কোন ছবি গুগলে সেভ করার জন্য ১৬ মেগাপিক্সেল রিসাইজ করত্যে হবে না। গুগল নিজে থেকেই সেই কাজ করে নেবে। তবে এই কাজ করার জন্য গুগল ফটোজ আপডেট করতে হবে। সাথে একটি জাই স্পিড ইন্টারনেট কানেকশান থাকা বাধ্যতামুলক।
স্টেপ ১। ‘ব্যাক আপ মোড’ অপশান সিলেক্ট করে ‘হাই কোয়ালিটি’ সিলেক্ট করুন।
স্টেপ ২। গুগল ফটোজ ওপেন করুন।
স্টেপ ৩। বাঁ দিকে উপরে তিনটি সমান্তরাল রেখায় ক্লিক করুন।
স্টেপ ৪। সেটিংস সিলেক্ট করুন।
স্টেপ ৫। ‘ব্যাক আপ ও সিঙ্ক’ সিলেক্ট করুন।
স্টেপ ৬। ‘ব্যাক আপ মোড’ সিলেক্ট করে ‘হাই কোয়ালিটি’ সিলেক্ট করুন।
স্টেপ ৭। এবার ‘ব্যাক আপ ডিভাইস ফোল্ডার’ সিলেক্ট করুন। যে যে ফোল্ডারের ছবি ব্যাক আপ নিতে চান সেই ফোল্ডারগুলি সিলেক্ট করুন। মাথায় রাখবেন ক্যামেরায় তোলা ছবি নিজে থেকেই ব্যাক আপ হয়ে যাবে। এখানে শুধুমাত্র ক্যামেরা ছাড়া অন্য সব ফোল্ডার সিলেক্ট করতে হবে।