ঈদকে ঘিরে চাহিদা বাড়লেও সারা বছরই ফ্রিজ বিক্রি হয়। তবে প্রয়োজনীয় এ গৃহস্থালি পণ্যটি কিনতে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। সেই সঙ্গে জেনে রাখা ভালো ফ্রিজের কিছু বিশেষ দিক—
কম্প্রেসর
ফ্রিজ বা রেফ্রিজারেটরের মূল যন্ত্রটিই হচ্ছে কম্প্রেসর, যার ওপর নির্ভর করে পণ্যটি কতদিন টিকবে বা কেমন সার্ভিস দেবে। আপনার ফ্রিজের কম্প্রেসর যদি খারাপ মানের হয় তাহলে এটা দৈনন্দিন জীবনে বিড়ম্বনায় ফেলবে। ফ্রিজের কম্প্রেসর যত উন্নত হবে, বুঝতে হবে ফ্রিজটি তত ভালো।
বিদ্যুৎ সাশ্রয়ী কিনা
ফ্রিজের গায়ে যদি একটি নির্দিষ্ট জায়গায় স্টার চিহ্ন দেয়া থাকে, তাহলে বুঝতে হবে সেটি বিদ্যুৎ সাশ্রয়ী। কেনার সময় তাই ফোর বা ফাইভ স্টারের রেফ্রিজারেটর কেনা উচিত। তাহলেই মাস শেষে বিদ্যুৎ বিল কম আসবে।
ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি
স্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ না করলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ন্যানো হেলথ কেয়ার টেকনোলজির স্বাস্থ্যসম্মত ফ্রস্ট ফ্রিজ কিনলে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। ফ্রিজের গায়ে যুক্ত থাকা স্টিকারে অবশ্য এসব তথ্য দেয়া থাকে।
কপার কনডেন্সর
কপার কনডেন্সরযুক্ত ফ্রিজ অনেক টেকসই ও বিদ্যুৎ সাশ্রয়ী হয়। সেই সঙ্গে গ্যাস লিকেজ হয় না, মরিচা পড়ে না, ক্যাপিলারি জ্যাম হয় না আর ফ্রিজের ভেতরটা দ্রুত ঠাণ্ডা হয়।
ইনভার্টারসহ স্মার্ট ফ্রিজ
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফ্রিজ পাওয়া যায়। স্মার্ট ফ্রিজে অনেক ইনভার্টার প্রযুক্তি থাকে। এতে পাঁচটি মোড কাজ করে। একটিতে ওপরে ডিপ আর নিচে সাধারণ ফ্রিজ থাকে। এ ফ্রিজে কেউ বাসার বাইরে গেলে দীর্ঘ সময়ের জন্য এনার্জি সেভিং মোড চালু করে রাখতে পারেন। অনেক ফ্রিজে এখন থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়া প্রযুক্তি। ফ্রিজ কেনার সময় তাই এসব বিষয়ে সচেতন হতে হবে।