মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে মানুষের কাছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ব্যবহারকারী যখন যেকোনো একটি প্লাটফর্ম থেকে অ্যাপটিতে সাইন ইন করেন, এটি প্লাটফর্ম বা ওই ডিভাইসের সব কন্টাক্ট ব্যক্তির অ্যাকাউন্টে সিংক করে। অর্থাৎ কেউ যদি অন্য কারো কম্পিউটার বা ফোনে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে সাইন ইন করেন, তাহলে সে ডিভাইসের কন্টাক্টগুলো অ্যাপে দেখা যাবে।
বেশির ভাগ টেলিগ্রাম ব্যবহারকারী জানান, অ্যাপটিতে তারা অপরিচিত কিছু কন্টাক্ট দেখতে পান। এছাড়া টেলিগ্রামে নতুন করে কেউ যোগ হলে ইনবক্সে নোটিফিকেশন আসে। অনেক সময় দেখা যায় অপরিচিত অনেক কন্টাক্ট লিস্টে যুক্ত হয়ে যায়। সেজন্য অপরিচিত কিংবা অপ্রয়োজনীয় কন্টাক্টগুলো মুছে ফেলার উপায় জানানো হয়েছে মেক ইউজ অব ওয়েবসাইটে।
টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে ওপরের কোনায় থাকা হ্যামবার্গার (তিনটি অনুভূমিক রেখা) মেনুটি ট্যাপ করে কন্টাক্ট লিস্টে যেতে হবে। এরপর পপ-আপে যেকোনো একটি কন্টাক্ট কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে, যতক্ষণ না একটি সবুজ চেকমার্ক সামনে আসে। এরপর যে কন্টাক্টগুলো ডিলিট করতে চান, সব সিলেক্ট করে পপ-আপের ওপর ডান কোনায় ট্র্যাশ বিন আইকনে ট্যাপ করলেই কন্টাক্ট ডিলিট হয়ে যাবে।
◀ আইওএস থেকেও মুছে ফেলা যাবে
টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিচের বাম কোনায় থাকা কন্টাক্ট অপশনে যেতে হবে। এবার যেকোনো একটি কন্টাক্ট লং প্রেস করতে হবে এবং যে মেনুটি সামনে আসবে সেখানে ডিলিট কন্টাক্ট দিতে হবে। একইভাবে একাধিক কন্টাক্টও ডিলিট করা সম্ভব। সেক্ষেত্রে কন্টাক্ট স্ক্রিন ওপেন করে মেনু থেকে সিলেক্ট অপশনটি নির্বাচন করতে হবে। এরপর যে কন্টাক্টগুলো মুছে ফেলতে চান, সেগুলো একে একে সিলেক্ট করতে হবে এবং নিচে ডিলিট কন্টাক্ট অপশনটি ট্যাপ করতে হবে।
◀ ডেস্কটপ থেকে মুছে ফেলতে করণীয়
ডেস্কটপ থেকেও টেলিগ্রাম কন্টাক্ট ডিলিট করা যায়। এক্ষেত্রে একসঙ্গে একাধিক কন্টাক্ট ডিলিট করার সুবিধা নেই। এখানে একটি করে কন্টাক্ট নির্বাচন করে ডিলিট করতে হবে। ডেস্কটপ থেকে টেলিগ্রাম কন্টাক্ট ডিলিট করতে চাইলে, অ্যাপ ওপেন করে ওপরের বাম কোনায় থাকা হ্যামবার্গার মেনুটি ক্লিক করে কন্টাক্ট লিস্টে প্রবেশ করতে হবে। এরপর যে কন্টাক্টটি ডিলিট করতে চান, সেটি ট্যাপ করতে হবে। এখন ওই কনভারসেশনের ওপর ডান কোনায় থ্রি-ডট আইকনের ট্যাপ করলে ভিউ প্রোফাইল মেনু আসবে। এবার ডিলিট কন্টাক্ট অপশনটি খুঁজে পাবেন।
এছাড়া অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসি ও সিকিউরিটিতে গেলে কন্টাক্ট সিংক অপশনটি বন্ধ করা যায়। যা অ্যাকাউন্টে অজানা নম্বরগুলো আর সিংক হতে যেবে না।