ইন্টারনেট ছাড়া আজ যেন চলেই না। তবে প্রায়ই দেখা যায়, ওয়াইফাই কানেকশন থাকলেও গতি থাকে করুণ। ভিডিও বাফার করে, পেজ খুলতে সময় নেয়, বা Zoom মিটিং হ্যাং হয়ে যায়।
তবে চিন্তার কিছু নেই! বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ কৌশলেই বাড়িয়ে ফেলা যায় WiFi স্পিড— সেটাও কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।
চলুন দেখে নিই এমনই ৭টি পরীক্ষিত উপায়—
১. রাউটার রাখুন ঘরের মাঝখানে
রাউটারের তরঙ্গ চারদিকে ছড়ায়। তাই একপাশে না রেখে ঘরের মাঝখানে রাখলে পুরো ঘরেই সিগন্যাল ভালো পাওয়া যায়। দেয়াল বা আসবাবের আড়ালে রাখলে স্পিড কমে যায়।
২. উচ্চতায় রাখুন রাউটার
রাউটার যতটা সম্ভব উঁচুতে (যেমন: তাক বা দেয়ালে) রাখলে তরঙ্গ বাধাহীন ছড়াতে পারে। নিচে বা মেঝেতে রাখলে সেটা বাধাপ্রাপ্ত হয়।
৩. পুরনো রাউটার? আপডেট করুন ফার্মওয়্যার
রাউটারে অনেক সময় পুরনো সফটওয়্যার থাকলে স্পিড কমে যায়। ব্র্যান্ড অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে ফার্মওয়্যার আপডেট করে নিতে পারেন।
৪. রিস্টার্ট দিন নিয়মিত
হ্যাঁ, মাঝে মাঝে রাউটার বন্ধ করে আবার চালু করাই হতে পারে স্পিড বাড়ানোর সহজ উপায়। এতে মেমোরি ক্লিয়ার হয়, পুরনো কানেকশন ড্রপ হয়।
৫. অনেক ডিভাইস কানেক্টেড? ব্যবহার করুন Bandwidth Control
সব ডিভাইস একসাথে ইন্টারনেট টানলে গতি কমে। রাউটারের সেটিংসে গিয়ে কে কতটা ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারেন।
৬. রাউটারের চ্যানেল বদলান
পাশের বাসায়ও যদি একই চ্যানেল ব্যবহার হয়, তাহলে স্পিড কমতে পারে। রাউটার অ্যাডমিন প্যানেলে গিয়ে কম ভিড়ের চ্যানেল বেছে নিন।
৭. বাধা সরান – মাইক্রোওয়েভ, ফ্রিজ, কর্ডলেস ফোন
ইলেকট্রনিক ডিভাইসগুলো ওয়াইফাইয়ের সিগন্যালে সমস্যা তৈরি করে। তাই এসবের কাছাকাছি না রাখাই ভালো।
এক্সট্রা টিপস:
✅ Dual-band রাউটার ব্যবহার করুন (2.4 GHz ও 5 GHz)
✅ পুরনো রাউটারের পরিবর্তে Mesh System বেছে নিন
✅ মোবাইল দিয়ে WiFi Analyzer অ্যাপ ব্যবহার করে সিগন্যাল চেক করুন