প্রতিবন্ধীদের জন্য একটি জব পোর্টাল তৈরি করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই তারা চাকরির আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (২২ জুন) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গনে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইসিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলক আরো বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের আইসিটি সেক্টরে ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ হবে সেখানে এক শতাংশ হলেও প্রতিবন্ধী সুযোগ পাবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নেয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে, কর্ম ক্ষেত্রে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে এবং তাদের সহায়তার জন্য বিভিন্ন অ্যাপস তৈরি করা হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর বোর্ড অফ ট্রাস্ট ট্রাস্ট এর চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. জামাল ফেরদৌসী।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে জানানো হয়, দেশের যুব প্রতিবন্ধীদের আইসিটি চর্চায় উৎসাহিত করতে ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি যথাক্রমে শারীরিক বাক ও শ্রবণ এবং ডেভেলপমেন্ট অটিজম এর প্রতিটি থেকে সেরা তিন জন করে মোট ১২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অসামান্য দক্ষতার জন্য দুইটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
সারাদেশ থেকে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে বাছাই কৃত মোট ৮৯ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।