বহু প্রতীক্ষিত ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের মোড়ক উন্মোচন করতে যাচ্ছে মটোরোলা। এমনই গুঞ্জন ছড়িয়েছে অনলাইনে।
ভারতের গণমাধ্যম টাইমস নাউ নিউজ ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ১৩ তারিখের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠাচ্ছে মটোরোলা। গণমাধ্যমকেও আমন্ত্রণবার্তা পাঠিয়েছে মোবাইল ফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি। গুঞ্জন উঠেছে, এই ইভেন্টে মটোরোলার বহু প্রতীক্ষিত ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন বাজারে ছাড়া হবে।
মটোরোলার জনপ্রিয় ফ্লিপফোন মডেল ‘রেজর’ ভাঁজযোগ্য হয়ে রেজর ভি-এইট মডেল নামে বাজারে আসছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনের ছবি ছড়িয়ে পড়ে।জানাযায়, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর এর সঙ্গে ৪/৬জিবি র্যাম এবং ৬৪/১২৮জিবি র্যাম।
ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনটি লম্বালম্বি মাঝ বরাবর ভাঁজ করা যাবে। যেখানে স্যামসাং ‘গ্যালাক্সি ফোল্ড’ এবং হুয়াওয়ে ‘মেট এক্স’ ভাঁজ হয় আড়াআড়িভাবে। এছাড়া মটোরোলার ডিভাইসটির পর্দার ওপরে নচও রয়েছে। ফোল্ড খুললে ওয়াইড নচের সঙ্গে একটি বড় পর্দার স্মার্টফোনের আকৃতি ধারণ করবে। মিলবে ৬.২ ইঞ্চির একটি আদর্শ ডিসপ্লে। আর ফোল্ড করে নিলে মনে হবে সেই ক্ল্যাসিক মটোরোলা রেজার এখনো আপনার কাছে।