এবার ৫জি সেগমেন্টে পা রাখতে চলছে নোকিয়া ব্র্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল।
সম্প্রতি ফাঁস হওয়া একটি টিজার অনুসারে, কোম্পানি ৫জি ফোনের উপর কাজ শুরু করেছে, যেটি স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরের সাথে আসবে। এমনকি এইচএমডি গ্লোবাল স্ন্যাপড্রাগন টেক সামিট এও ঘোষণা করেছে যে তারা শীঘ্রই ৫জি ফোন বাজারে আনতে চলেছে। সাথে এই ফোনে স্ন্যাপড্রাগন এক্স৫২ ৫জি মডেম থাকবে।
ফোনের টিজারে দেখা যাচ্ছে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কার্ভাড প্যানেল এবং গ্লসি ফিনিশ থাকবে। এর পাশাপাশি একটি সার্কুলার ক্যামেরা মডিউলও দেখা যাচ্ছে।
এইচএমডি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার, জুহো সারভিকাস জনিয়েছেন নোকিয়া-র এই ফোনে ইন হাউস Zeiss ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হবে। এরআগেও আমরা নোকিয়ার বিভিন্ন ফোনে এই প্রযুক্তি ব্যবহার হতে দেখেছিলাম। এরসাথে নতুন ফোনে PureDisplay দেওয়া হবে, যেখানে এইচডিআর১০ ভিডিও সাপোর্ট করে।
এছাড়াও এসডিআর কনটেন্টকে এইচডিআরতে আপস্কেল করে। নোকিয়ার এই নতুন ফোনে ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং করা সম্ভব। এই ফোনটির দাম কি হবে তা জানা না গেলেও কিছুদিন আগে কোম্পানির সিইও বলেছিলেন তারা সবচেয়ে সস্তা ৫জি ফোন আনবে।