স্যামসাং ও গুগলের মতো এবার ওয়ানপ্লাসও আগামী বছর লাইট সংস্করণের ওয়ানপ্লাস ৮ লাইট ফোন আনতে চলেছে।
সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইটে ওয়ানপ্লাস ৮ লাইট ফোনটির রেন্ডার ছবি প্রকাশিত হয়েছে। ৬ দশমিক ৪ বা ৬ দশমিক ৫ ইঞ্চির ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা এবং সামনে রয়েছে পাঞ্চহোল ক্যামেরা। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে নিরাপত্তার জন্য।
ফোনটির প্রসেসর, ক্যামেরা লেন্স ও ব্যাটারি সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে ফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকলেও কোনো হেডফোন জ্যাক থাকছে না।
আগামী বছরের মে মাসে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রোয়ের ঘোষণা আসতে পারে। কিন্তু একই সময়ে ওয়ানপ্লাস ৮ লাইট মডেলটিও ছাড়া হবে কি না, সে সম্পর্কে স্পষ্ট কিছু এখনো জানা যায়নি।