কোয়ালকমের নতুন চিপসেটে তৈরি প্রথম স্মার্টফোন আনতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অপো। কোয়ালকম এখনো তাদের ওই চিপসেট বাজারে ছাড়েনি। কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৭৫ উদ্বোধন করতে যাচ্ছে। এটি হবে তাদের হাই এন্ড প্রসেসর।
এর পাশাপাশি আরেকটি লাইট সংস্করণের প্রসেসরও ছাড়বে কোয়ালকম। এর মডেল হবে স্ন্যাপড্রাগন ৮৭০। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্ন্যাপড্রাগন ৮৭৫ সংস্করণের মতোই প্রসেসিং ক্ষমতা থাকবে ৮৭০ মডেলটির। এ প্রসেসরনির্ভর অপোর নতুন স্মার্টফোন নিয়ে সম্প্রতি নতুন তথ্য ফাঁস হয়েছে।
অনলাইন তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি পাওয়া ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী, স্মার্টফোন নির্মাতা অপো কোয়ালকমের নতুন চিপসেট ৮৭০ নির্ভর নতুন মডেলর ফোন তৈরিতে কাজ করছে। নতুন লাইট সংস্করণের এ চিপসেটে আট কোর সিপিইউ থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মডেলের চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে।
অপোর কোয়ালকম ৮৭০ মডেলের চিপসেট বেছে নেওয়ার কারণ হচ্ছে, একটি সাশ্রয়ী মূল্যে উচ্চ কর্মক্ষমতা দেখাতে পারবে। তাই অপো সবার আগে কোয়ালকমের এ প্রসেসরকেই বেছে নিচ্ছে।
অবশ্য নতুন স্মার্টফোন ঘিরে অপোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।