স্ন্যাপড্রাগন চিপসেট দিয়ে স্মার্টফোন বাজারে নিজেদের শক্ত ভিত গড়েছে মার্কিন টেক জায়ান্ট কোয়ালকম। বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ও মিড রেঞ্জের ফোনগুলোর জন্য এখনো কোয়ালকমের প্রসেসর ছাড়া অন্য কোন ভালো মানের প্রসেসরের কথা ভাবা যায় না। স্ন্যাপড্রাগন চিপসেটে পাওয়ারফুল পারফর্মেন্স ও সেরা অপ্টিমাজেশনের জন্য গ্রাহকদের কাছে এক অন্যরকম খ্যাতি রয়েছে কোয়ালকমের। মোবাইল চিপসেট বাজারে শীর্ষস্থান ধরে রাখতে নিয়মিত বিরতিতে নতুন নতুন প্রসেসর লঞ্চ করে যাচ্ছে কোয়ালকম।
এরই ধারবাহিকতায় চলতি বছরই লঞ্চ হতে যাচ্ছে কোয়ালকমের আপকামিং ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৭৫। তবে সম্প্রতি বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, চিপসেটের পাশাপাশি এবার গেমিং স্মার্টফোন বাজারে আনতে চলেছে কোয়ালকম। গুঞ্জন রয়েছে, কোয়ালকমের নিজস্ব এই গেমিং স্মার্টফোনের সাথেই অভিষেক হতে পারে আপকামিং স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেটের।
শোনা গেছে আসুসের সাথে পার্টনারশিপ করে নিজেদের গেমিং স্মার্টফোন তৈরি করবে কোয়ালকম, যা মূলত তাদের অনেক দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নিজস্ব গেমিং স্মার্টফোন লাইনআপ ROG সিরিজ দিয়ে বাজার যথেষ্ট ভালোভাবে দখল করে রেখেছে আসুস, এখন কোয়ালকমের সাথে আসুসের এই সম্পর্ক কোয়ালকমের জন্য কতটা ফলপ্রসূ হয়, তাই দেখার অপেক্ষায় আছেন প্রযুক্তি প্রেমীরা।
বরাবরের মতোই চলতি বছরের ১-২ ডিসেম্বর ‘টেক সামিট ২০২০’ ইভেন্টের আয়োজন করেছে কোয়ালকম। ওই ইভেন্টে কোয়ালকম তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট উন্মুক্ত করবে। তখন নতুন ফোনের ঘোষণাও আসবে। কোয়ালকম ইতিমধ্যে রেফারেন্স ডিজাইন বোর্ড তৈরি করেছে, তবে সেগুলো কেবলমাত্র এই চিপসেটগুলোর পারফর্মেন্স যাচাই করার জন্য। রিউমার অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, অত্যাধুনিক কুলিং সিস্টেম, বড় ব্যাটারি এবং আরও অনেক কিছু।