২০২১ সালটা স্যামসাংয়ের জন্য বেশ ব্যস্ততম হতে চলেছে। স্যামসাং এখনও পর্যন্ত মুখ না খুললেও, জল্পনা বলছে, জানুয়ারি মাসের ১৪ তারিখেই লঞ্চ হচ্ছে গ্যালাক্সি S21 সিরিজ। সূত্র অনুসারে, তারপর একে একে আসবে গ্যালাক্সি Z Fold 3, গ্যালাক্সি Z Flip 3। পাশাপাশি একটু সস্তায় এই ফোল্ডেবল ফোনগুলির Lite ভার্শনও আনা হতে পারে। এখানেই না থেমে স্যামসাং আরও বড়ো কিছু পরিকল্পনার ওপর কাজ করছে বলে জানা গেল। নতুন একটি রিপোর্ট সত্যি প্রমাণিত হলে, আগামী বছরের মধ্যেই স্যামসাংয়ের ট্রিপল ফোল্ডিং ডিজাইনের ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ ডিসপ্লে প্যানেলের ফোন লঞ্চের মুখ দেখতে পারে।
টিপস্টার এর টুইট অনুযায়ী, স্যামসাং ২০২১ সালে একাধিক ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। তার টুইটে বলা হয়েছে, গ্যালাক্সি S21 সিরিজ লঞ্চের পর, স্যামসাং ট্রিপল ফোল্ডেবল ট্যাবলেট এবং ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন বাজারে আনতে পারে।
এই প্রসঙ্গে বলে রাখি, স্যামসাংয়ের ডিসপ্লে আর্ম হিসেবে পরিচিত স্যামসাং Display তার কোরিয়ান ব্লগে মাল্টিফোল্ড ও রোলেবল ডিভাইসের দু’টি স্কেচ সম্প্রতি পাবলিশ করেছিল। তার মধ্যে একটি স্কেচে ট্রাইফোল্ড (তিন ভাঁজে বিভক্ত) ডিজাইনের একটি ট্যাবলেটকে দেখা গিয়েছিল। ফোল্ডেবলের তুলনায় ট্রাইফোল্ড ডিসপ্লে থাকার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে, এটি আনফোল্ড করলে ব্যবহারকারীরা আরো বড়ো স্ক্রিন ব্যবহার করার সুবিধা পাবেন। উল্লেখ্য, শাওমি ও টিসিএল ইতিমধ্যে অনুরূপ ফর্ম ফ্যাক্টরযুক্ত ফোনের টিজার সামনে এনেছে। ট্রন ২০২১-এ লঞ্চ হবে বলে একটি ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লেযুক্ত ফোনের প্রসঙ্গও এনেছেন। তবে ফোনটির ব্যাপারে তিনি বিশেষ আলোকপাত করেন নি।
টিপস্টার আরও জানিয়েছেন, ২০২২ সালে স্যামসাং স্ক্রোলেবল ও রোলেবল স্মার্টফোন লঞ্চ করবে। গতমাসে অপ্পোর অ্যানুয়াল ইভেন্ট Inno Day-তে রোলেবল ডিজাইনের এমনই একটি ফোনকে জনসমক্ষে আনা হয়েছিল। Oppo X 2021 নামের এই ফোনের রোলেবল ডিজাইনটি দুটি রোল মোটর যুক্ত একটি পাওয়ারট্রেন, টু-ইন-ওয়ান প্লেট ডিসপ্লে সাপোর্ট টেকনোলজি, এবং ইস্পাত দিয়ে তৈরি ০.১ মিমি পাতলা কিন্তু শক্তিশালী এমন একটি স্ক্রিন ল্যামিনেটরের মাধ্যমে বানানো সম্ভব হয়েছিল। যদিও এটি নিছকই কনসেপ্ট ফোন বলে অপো পরে জানিয়েছিল। অন্যদিকে প্রোডাকশান ডেমো ইভেন্টে শ্যুট করা ভিডিওটিতে TCL-এর একটি রোলেবল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন প্রোটোটাইপ সম্প্রতি দেখা গিয়েছিল। আবার আগামী বছরের প্রথমার্ধে LG রোলেবল ডিজাইনের ফোন বাজারে আনতে চলেছে। জমজমাট এই প্রতিযোগিতায় স্যামসাংও যে পিছিয়ে থাকার পাত্র নয়, তা নিঃসন্দেহে বলা যায়। নিজের টুইটের রিপ্লাইতে আপকামিং একটি লেজেন্ডারি প্রোডাক্টের কথাও Tron উল্লেখ করেছেন, যার ব্যাপারে আমরা নাকি আগে কখনও ভাবিইনি। এখন দেখার বিষয়, স্যামসাং আমাদের জন্য ঠিক কিরকম সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে৷