বাজারে ৫জি কনেক্টিভিটির সাথে কয়েকটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে এখনও বাজারে ৫জি কানেক্টিভিটি উপলব্ধ নয়। বাজারে ৫জি সপোর্ট করে এমন ফোন নিয়ে হাজির হয়েছে সংস্থা। এখন থেকেই একাধিক স্মার্ট ফিচারসহ ৫জি ফোন নিয়ে এসেছে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস-এর মতো সংস্থাগুলি। আপনি যদি ৫জি ফোন কিনতে চান, তা হলে একনজর দেখে নেওয়া যাক
ওয়ানপ্লাস ৮ প্রো
ওয়ানপ্লাস সংস্থা এই বছরেই লঞ্চ করেছে ওয়ানপ্লাস ৮ প্রো, ফোনে রয়েছে ৫জি সপোর্ট। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি এইচডি স্ক্রিন। ফোনে শক্তিশালী ব্যাটারি এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর রয়েছে। ফোনটিতে 8 জিবি র্যাম এবং 4 টি ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরাটি পেশাদার ফটোগ্রাফির জন্যও ব্যবহার করা যেতে পারে। ফোনটির দাম 55 হাজার থেকে শুরু হয়।
শাওমি এমআই ১০টি প্রো ৫জি
শাওমি সংস্থা ভারতে এমআই ১০টি প্রো এবং এমআই ১০টি প্রো ৫জি কানেক্টিভিটি সপোর্টের সাথে বাজারে লঞ্চ করেছে। দুটি ফোনেই থাকছে অক্টা কোর স্ন্যাপড্রাগন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে ফোনে।
রিয়েলমে এক্স ৫০ ৫জি
৫জি ফোন কেনার ক্ষেত্রে রিয়েলমে এক্স ৫০ ৫জি ফোনও একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চি এইচডি স্ক্রিন, শক্তিশালী প্রসেসর এবং 4200 এমএএইচ ব্যাটারি। ফোনটিতে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরাটি 16 মেগাপিক্সেল।
মোটোরোলা ওয়ান ৫জি
৫জি কনেক্টিভিটি সহ ফোনগুলির জন্য মটোরোলা ওয়ান ৫জি-ও একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা ওয়ান ৫জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল-এইচডি স্ক্রিন, চারটি রিয়ার ক্যামেরা এবং 128 জিবি স্টোরেজ রয়েছে। ফোনে রয়েছে 5000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি রয়েছে।
গুগল পিক্সেল ৪এ
5G ফোন কেনার ইচ্ছুক লোকেদের জন্য গুগল পিক্সেল ৪এ (৫জি) একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোন 5G সপোর্ট করে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি এইচডি স্ক্রিন। পাশাপাশি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, 6 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট মেমরি এবং ফাস্ট চার্জিং ব্যাটারি। 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।
স্যামস্যাং গ্যালাক্সি এ৫১ ৫জি
আইফোনের সাথে প্রতিযোগিতাতে প্রথম বড় সংস্থা হল Samsung। যারা আইফোন কিনতে চান না এমন লোকেরা স্যামসাংয়ের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। স্যামস্যাং গ্যালাক্সি এ৫১ ৫জিতে আইফোনের মতো ৫ জি কনেক্টিভিটি ফিচার রয়েছে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, চারটি রিয়ার ক্যামেরা, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার, শক্তিশালী ব্যাটারি এবং ভাল প্রসেসর।
আইফোন ১২ সিরিজ
আইফোন ১২ সিরিজে রয়েছে iPhone 12 mini, vanilla iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এই চারটি ফোন। এই চারটি ফোন 5G সপোর্টের সাথে বাজারে আসে এবং সাথে থাকছে A14 Bionic SoC।
ভিভো এক্স ৫০ প্রো
৫জি কানেকশনের সঙ্গে দেশের বাজারে হাজির ভিভো এক্স ৫০ প্রো। ফোনে থাকছে ৬.৫৬ ইঞ্চি ফুল HD+ 3D কার্ভড আলট্রা O অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G SoC। ফোনের ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। ৪,৩১৫ mAh ব্যাটারি থাকছে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবস্থাও।
স্যামস্যাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা
ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চি WQHD ডিসপ্লে। রয়েছে অক্টা কোর Exynos 990 SoC ও ১২ GB ব়্যাম। স্যামস্যাং-এর এই ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি।
আসুস রগ ফোন৩
ফোনে থাকছে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে স্ন্যাপড্রাগন 865+ SoC। ফোনের ৫জি, 4G LTE, Wi-Fi 6 কানেকশনের পাশাপাশি থাকছে ডুয়াল USB টাইপ C পোর্ট। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। রয়েছে ৬০০০ mAh ব্যাটারি।