লেনোভো আইডিয়াপ্যাড সিরিজের ল্যাপটপগুলোর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে যেগুলো বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ সেগুলোর মধ্যেই একটি হলো এস১৪৫ যেটাতে আছে সেলেরন এন৪০০০ প্রোসেসর। তবে চলুন জেনে নেই এই ল্যাপটপে কী কী আছে?
সবার আগে জেনে নেই এর কিছু মৌলিক তথ্য। আগেই বলেছি এর প্রোসেসর হিসেবে দেওয়া আছে ইন্টেল সেলেরন এন৪০০০ প্রোসেসর যেটার ক্লক স্পীড ১.১ গিগাহার্য থেকে ২.৬ গিগাহার্য। এতে আছে একটি ১৫.৬ ইঞ্চির এইচডি ডিস্প্লে যার রেজুলেশান ১৩৬৬x৭৬৮। এতে এয়াছে ৪গিগাবাইটের ডিডিআর৪ র্যাম ও ১ টেরাবাইটের সাটা হার্ড ডিস্ক। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ফ্রি ডস এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০ ইন্সটল করা আছে। এতে আছে ২টি ১.৫ ওয়াটের ডলবি অডিও স্পীকার।
এতে ব্যাটারি হিসেবে থাকছে ডুয়াল সেল লিথিয়াম পলিমার ব্যাটারি যা একবার ফুল চার্জে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে আছে আকটি স্ট্যান্ডার্ড কীবোর্ড এবং একটি এসডি কার্ড রিডার। এতে কোন ল্যান অর্থাৎ ইথারনেট পোর্ট নেই। তবে এতে আছে ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.২ এর সুবিধা যার দ্বারা প্রায় সকল প্রকার তারবিহীন নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যাবে।
এতে আছে একটি ইউএসবি টাইপ-এ ২.০ পোর্ট এবং ২টি ইউএসবি টাইপ-এ ৩.১ পোর্ট।
এবার মাল্টি মিডিয়ার কথায় আসি। এতে আছে একটি এইচডিএমআই পোর্ট এবং একটি হেডফোন / মাইক্রোফোন কম্বো পোর্ট।
আপগ্রেডের বেলায় এই ল্যাপটপ প্রচুর সুবিধা দেয়। এতে আছে একটি অতিরিক্ত এমডট ২ স্লট এবং এতে এমডট ২ সাটা এসএসডি লাগানো যাবে। পাশাপাশি এতে আছে একটি অতিরিক্র র্যাম স্লট যার দ্বারা ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম বাড়ানো যাবে।
১৪.৩ ইঞ্চির এই ল্যাপটপটির ওজন ১.৮ কেজি এবং এই ল্যাপটপের সাথে থাকছে ২ বছরের ইন্তারন্যাশনাল ওয়ারেন্টি। লেনোভোর এই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ পাবেন কম বেশি ২৯ হাজার টাকায়।