২০২০ সালটা করোনার জন্য অনেকটা অন্যভাবে কেটেছে সব জায়গাতেই। তবে ২০২০ সাল পর্যন্ত বাজারের সেরা কয়েকটি লেনোভো ল্যাপটপের দিকে একবার চোখ মেলে তাকানো যাক।
- থিঙ্কপ্যাড এক্স১ কার্বন(৮ম প্রজন্ম): এই ল্যাপটপে আছে ১০ম প্রজন্মের আই৫/আই৭ প্রসেসর ও ৮/১৬ গিগাবাইটের র্যাম। তবে এতে শুধু ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স থাকায় এটা অনেকের ভাল নাও লাগতে পারে।
- থিঙ্কপ্যাড এক্স১৩(এএমডি): এই ল্যাপটপে আছে রাইজেন৫ প্রসেসর এবং ৮গিগাবাইটের র্যাম। সাথে আছে এএমডি রেডিয়ন এর গ্রাফিক্স। তবে এর বেজেল বেশ মোটা এবং ব্যাটারি লাইফ বাজেটেরতুলনায় একটু খারপই বটে।
- থিঙ্কপ্যাড এক্স১ ইয়োগা(৫ম প্রজন্ম, ২০২০): এই ল্যাপটপে আছে কোর আই৭ প্রসেসর এবং ১৬ গিগাবাইটের র্যাম। তবে এর দুর্বল গ্রাফিক্স ও মোটা বেজেল একপ্রকার ডিলব্রেকারের মতো কাজ করতে পারে।
- থিঙ্কপ্যাড এক্স১ এক্সট্রিম(২য় প্রজন্ম): এই ল্যাপটপে আছে কোর আই৭ প্রসেসর ও ৩২ গিগাবাইটের র্যাম। খারাপ ব্যাটারি লাইফ ও স্পেসিফিকেশানের তুলনায় বেশি দামী হওয়ায় এটা অনেকের কাছেই বাজে লাগতে পারে।
- থিঙ্কপ্যাড এক্স১ ট্যাবলেট: এই ল্যাপটপে আছে কোর আই৫/আই৭ প্রসেসর ও ৮/১৬ গিগাবাইটের র্যাম। পেন স্লট এবং ব্যাটারি লাইফ খুব একটা ভাল না হওয়ায় অনেকের কাছেই এটা ভাল নাও লাগতে পারে।
- থিঙ্কপ্যাড পি১: এতে আছে ৩২ গিগাবাইটের র্যাম ও ইন্টেল জেওন এ-২১৭৬এম প্রোসেসর। তবে এর খারাপ দিকগুলো হলো এর হিটিং ইসু ও দুর্বল ব্যাটারি লাইফ।
- ইয়োগা সি৯৪০: এতে আছে ১৬ গিগাবাইটের র্যাম ও কোর আই৭ প্রসেসর । তবে এর ভাল দিক হলো যে এর কোন ডিলব্রেকার নেই।
- লেগিওন ওয়াই৭০০: এতে আছে কোর আই৭ প্রসেসর ও ৮/১৬ গিগাবাইটের র্যাম। তবে এর নোজ ক্যাম ও দুর্বল অডিও সিস্তেমের জন্য এটা সবার কাছে ভাল নাও লাগতে পারে।
-
- লেগিওন ওয়াই৭৪০(১৫ ইঞ্চি): এতে আছে কোর আই৭ প্রসেসর ও ৮/১৬ গিগাবাইটের র্যাম। তবে এর সবথেকে বড় সমস্যা হলো এর দুর্বল ব্যাতারি লাইফ ও নোজক্যাম। তবে এতে আছে ১৪৪ হার্য রিফ্রেশ রেট।
- ক্রোমবুক ডুয়েট: এতে আছে মিডিয়া টেক হেলিও পি৬০টি প্রসেসর ও ৪ গিগাবাইট র্যাম। এর শুধু মাত্র একটাই সমস্যা আছে আর তা কি-বোর্ডের ক্র্যাম্প।
এই ছিল লেনোভোর সবথেকে সেরা ১০টি ল্যাপটপ। এগুলোর সব হয়ত বাংলাদেশে অফিশিয়ালি নাও পেতে পারেন আবার পেতেও পারেন। কেননা এই তালিকার বেশিরভাগ ল্যাপটপের মূল্যই প্রচুর এবং বেশি মূল্য দিয়ে সবাই সাধারণত পিসি বিল্ড করে আর ল্যাপটপ কিনতে গেলে ম্যাকবুকের দিকে ঝুকে যায়। তাই বাঙ্গালদেশের ইম্পোর্টাররা সব ল্যাপটপ নাও আনতে পারে।