প্লেস্টেশন ৪-এ এবার আইওএস সমর্থন যোগ করেছে সনি। ফলে এবার আইফোন এবং আইপ্যাডে স্ট্রিম করা যাবে প্লেস্টেশন ৪-এর গেম।
প্লেস্টেশন ৪-এর নতুন সংস্করণে আনা হচ্ছে এই ফিচারটি। গেমিং কনসোলটির এই ফিচারকে বলা হয় ‘রিমোট প্লে’।
২০১৩ সালে প্লেস্টেশন ৪ উন্মোচনের সময় থেকেই এতে রাখা হয়েছে রিমোট প্লে ফিচার। কয়েক বছর ধরে এতে বিভিন্ন ডিভাইস সমর্থন এনেছে সনি। প্লেস্টেশন ভিটা, অন্যান্য সনি ডিভাইস, পিসি ও ম্যাকের পর এবার এতে যোগ হলো আইওএস– খবর বিজনেস ইনসাইডার-এর।
আইফোনে ‘রিমোট প্লে’ আনা হলেও এর সঙ্গে সনির ডুয়ালশক ৪ গেমপ্যাড যুক্ত করা যাবে না। ফলে পর্দায় দেখানো ভার্চুয়াল বাটন দিয়ে খেলতে হবে গেম।
আইওএস অ্যাপের মাধ্যমে প্লেস্টেশন ৪ রিমোট প্লে গ্রাহকরা শুধু গেইম নয় পুরো কনসোলেরই অ্যাকসেস পাবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আইওএস সমর্থন পাওয়ার জন্য প্লেস্টেশন ৪-এর ফার্মওয়্যার ৬.৫০ সংস্করণে আপডেট করতে বলা হয়েছে। আর আইফোনে আইওএস অ্যাপটি ডাউনলোড করে কনসোলে যুক্ত হতে পারবেন গ্রাহক। সুত্রঃসিনেট