চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে এবার নোভা ৪ই ফোনের টিজার প্রকাশ করেছে।
তারা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো অ্যাকাউন্টে এই টিজার প্রকাশ করেছে।
হুয়াওয়ে এই নতুন ফোনে সেলফি ক্যামেরার উপর জোর দিয়েছে। এর আগে বাজারে আনা নোভা সিরিজের অন্য সবগুলো ফোন খুবই জনপ্রিয় ছিল।
নোভা ৪ই ফোনটির সাথে পি৩০ লাইট ফোনের বেশ মিল থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। মূলত ফোন দুটির হার্ডওয়্যারে অনেক মিল থাকছে।
এর আগে অবশ্য তারা নোভা থ্রিই ফোনটিকে পি২০ লাইট নামে পরিচয় করে দিয়েছিল।
ধারণা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ফোনটি দেশটিতে আনা হবে।
ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর একটি টিয়ারড্রপ নচ থাকছে বলে টিজার দেখে নিশ্চিত হওয়া গেছে ।
ধারণা করা হচ্ছে, নোভা ৪ই ফোনটিতে ৬.১৫ ইঞ্চি ডিসপ্লের ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকতে পারে। আর ৩২৪০ এমএএইচ ব্যাটারি এবং সক কিরিন ৭১০ প্রসেসর থাকতে পারে ।
তবে পিছনে তিনটি ক্যামেরা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া একটি ফিঙ্গারপ্রিন্ট রিডারও থাকতে পারে।