বসন্ত ইভেন্টের আগে নতুন দুই আইপ্যাড এনেছে অ্যাপল। অ্যাপল পেন্সিল সমর্থনকারী ১০.৫ ইঞ্চি আইপ্যাড এয়ার এবং ৭.৯ ইঞ্চি আইপ্যাড মিনি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্ট কিবোর্ড এবং পেন্সিলও ব্যবহার করা যাবে নতুন আইপ্যাড এয়ার-এর সঙ্গে।
৬.১ মিলিমিটার পাতলা এবং ৪৫৬ গ্রাম ওজনের আইপ্যাড এয়ার-এ যোগ হয়েছে ট্রু টোন প্রযুক্তির রেটিনা পর্দা, যা চারপাশের আলোর সঙ্গে মিলিয়ে পর্দার রং ঠিক করে । এ১২ বায়োনিক চিপ এবং নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। অ্যাপলের দাবি ৯.৭ ইঞ্চি আইপ্যাডের চেয়ে ৭০ শতাংশ বেশি কার্যক্ষমতা এবং দ্বিগুণ গ্রাফিক্স ক্ষমতা দেবে ডিভাইসটি।
৬৪ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ মডেলে সিলভার, স্পেস গ্রে এবং গোল্ড রঙে পাওয়া যাবে ডিভাইসগুলো। একবার পূর্ণচার্জে ডিভাইসটি ১০ ঘন্টা চালানো যাবে বলে দাবি করেছে অ্যাপল।
ওয়াই-ফাই মডেলের আইপ্যাড এয়ার-এর দাম শুরু হচ্ছে ৪৭৯ ব্রিটিশ পাউন্ড থেকে। আর ওয়াই-ফাই এবং সেলুলার মডেলে মূল্য ৫৯৯ পাউন্ড। অন্যদিকে ওয়াই-ফাই মডেলের আইপ্যাড মিনির বাজার মূল্য শুরু ৩৯৯ ব্রিটিশ পাউন্ড থেকে। আর ওয়াই-ফাই ও সেলুলার মডেলের দাম ৫১৯ পাউন্ড।