অনর মোবাইল চলতি বছরে বেশ কয়েকটি ভালমানের ফোন রিলিজ করেছে। এবার অনর মোবাইলের নতুন সংযোজন করা হচ্ছে অনর ম্যাজিক ৪ ও অনর ম্যাজিক ৪ প্রো মোবাইলের। এই মোবাইলটিতে দেওয়া হচ্ছে অসাধারণ সব ফিচার যেগুলো আপনাকে মনোমুগ্ধ করতে সক্ষম হবে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে স্মার্টফোনগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এমনকি কয়েক সপ্তাহ আগে ডিভাইস দুটির স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেন এক টিপস্টার।
টিপস্টার ইশান আগরওয়াল টেক সাইট মাইস্মার্টপ্রাইস ( এর সাথে যৌথভাবে অনর ম্যাজিক ৪ এবং ম্যাজিক ৪ প্রো উভয় মডেলের স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন। রিপোর্ট অনুযায়ী, অনর ম্যাজিক ৪ বেস ভ্যারিয়েন্টে ৬.৮১ ইঞ্চির ফুল এইচডি+ OLED স্ক্রিন দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসে থাকবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটটি।
ক্যামেরার ক্ষেত্রে, অনর ম্যাজিক ৪ ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এফ/৩.৪ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে। এই টেলিফটো লেন্সটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ৫০× পর্যন্ত জুম অফার করবে। সেলফির জন্য, ফোনের সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, অনর ম্যাজিক ৪-এ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই আপকামিং স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.০ কাস্টম স্কিনে রান করবে। এছাড়া এতে পাওয়া যাবে ডিটিএস:এক্স আল্ট্রা সাউন্ড। সর্বোপরি, অনর ম্যাজিক ৪ -এর পরিমাপ হবে ১৬৩.৬×৭৪.৫×৮.৮ মিলিমিটার এবং ওজন ২০০ গ্রাম।
অনর ম্যাজিক ৪ প্রো ফোনটি ৬.৮১ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। এই ডিসপ্লেতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৩ডি (3D) ফেস আনলক সাপোর্ট করবে। ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য,অনর ম্যাজিক ৪ প্রো প্রিমিয়াম স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং এর মধ্যে এফ/১.৮ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং এফ/৩.৫ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স মিলবে। এই টেলিফটো লেন্সটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ১০০× পর্যন্ত পেরিস্কোপ জুম অফার করবে বলে জানা গেছে। এছাড়া ফোনের সামনে, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেখতে পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, অনর ম্যাজিক ৪ প্রো ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া সফ্টওয়্যারের ক্ষেত্রে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.০ ইউজার ইন্টারফেসে চলবে৷ প্রো মডেলেও ডিটিএস এক্স আল্ট্রা সাউন্ড থাকবে। অনর ম্যাজিক ৪ প্রো ফোনটির পরিমাপ ১৬৩.৬×৭৪.৭×৯.১৫ মিলিমিটার এবং ওজন ২১৫ গ্রাম।