আগামী ১৫ মার্চ শাওমি ১২ সিরিজ আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে চলেছে । আন্তর্জাতিক বাজারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছেন শাওমি কর্তৃপক্ষ।
টুইটারের মাধ্যমে শাওমির তরফে জানানো হয়েছে যে ১৫ মার্চ শাওমি ১২ ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, এই লঞ্চ ইভেন্টে শাওমি ১২ সিরিজে মোট তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- শাওমি ১২, শাওমি ১২এক্স এবং শাওমি ১২ প্রো। এই তিনটি ফোনের সঙ্গে শাওমি ২ আলট্রা মডেল লঞ্চ হবে কিনা তা জানা যায়নি। বাংলাদেশে শাওমি ১২ সিরিজ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি।
চিনে শাওমি ১২ এবং শাওমি ১২ প্রো, দুটো ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। শাওমি ১২ ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 সেনসর রয়েছে। তার মধ্যে আবার রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
শাওমি ১২ প্রো ফোনে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি। এখানে ১২০ ওয়াটের ফাস্ট ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সোনি IMX707 ক্যামেরা সেনসর। এখানে আবার রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। আরও একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।