এই প্রথম ৯০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া মেজ ম্যাক্স ২। শক্তিশালী ব্যাটারি ছাড়াও এই ডিভাইসে থাকছে ১২ জিবির র্যাম এবং ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
নকিয়ার আপকার্মিং এই ফ্লাগশিপ ডিভাইসে শক্তিশালী কনফিগারেশন দেয়া হচ্ছে। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল দাবি করছে, ফোনটি বাজারে আসলে এটি তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাবে।
আপডেটেড অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে সহ ফোনটিতে থাকছে বেজেললেস ডিসপ্লে। এই ডিসপ্লের আকার হবে ৬.৯ ইঞ্চি। এতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট দেয়া হবে। ১২ জিবি র্যামের সঙ্গে থাকবে ২৫৬/৫১২ জিবি রম।
ছবির জন্য রিয়ারে থাকছে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ৪ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য থাকছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
নিরাপত্তার জন্য এতে অন স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট দেয়া হবে। কানেক্টিভিটির জন্য থাকবে ৫জি, ওয়াইফাই, ব্লুটু এবং জিপিএস। ফোনটি বাজারে আসলে এর দাম হবে ৮৮০ ডলার।