জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২২ ইভেন্টে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা একাধিক নতুন ডিভাইস উন্মোচন করেছে। এক্ষেত্রে পিছিয়ে নেই নকিয়া। একাধিক ল্যাপটপ, স্মার্টফোন, ইয়ারবাট এবং স্পিকার উন্মোচন করেছে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান। নকিয়া ল্যাপটপের পিওরবুক সিরিজ উন্মোচন করেছে। ইভেন্টে পিওরবুক ফোল্ড ল্যাপটপটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। নকিয়াকে এতদিন ফোন দিয়ে চিনলেও, এবার নতুন করে চিনবে ল্যাপটপ দিয়ে।
নকিয়া পিওরবুক ফোল্ড ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১,৯২০ বাই ১,০৮০ পিক্সেল। ডিসপ্লে ২৫০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফুল এইচডি প্লাস রেজেুলেশনের ল্যাপটপের রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
উন্নত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ইন্টেল কোর আই৩ ১২২০পি প্রসেসর। গ্রাফিক্সের সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ৮ জিবি এলপিডিডিআর৫ র্যামের ল্যাপটপে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে দুটি ইউএসবি-সি ৩.২ পোর্ট, একটি ইউএসবি-এ ৩.২ পোর্ট এবং একটি ৩.২ মিলিমিটারের হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত রয়েছে।
নকিয়ার ল্যাপটপটি চলবে গুগলের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। আইআর ফাংশনসহ ১ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে।
পাওয়ার ব্যাকআপের জন্য নকিয়া পিওরবুক ফোল্ড ল্যাপটপে থাকছে ৩৮ ওয়াটআওয়ারের ব্যাটারি। সাথে ইউএসবি টাইপ-সি ৪৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। ডিভাইসটির ওজন ১.৪৭ কেজি।
নকিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাপটপটি চলতি মাসে ফ্রান্সের বাজারে উন্মোচিত হবে। তবে দাম কেমন হবে তা জানা সম্ভব হয়নি।