এই প্রথম বাজারে এলো ১৮ জিবি র্যামের ফোন। এই ফোন এনেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। মডেল জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা এরোস্পেস এডিশন।
নতুন এই স্মার্টফোন দুইটি ভিন্ন ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এটিতে রয়েছে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি রম। অন্যটিতে আছে ১৮ জিবি র্যাম এবং ১ টেরাবাইট রম।
চীনের বাজারে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি রম ভার্সনের দাম ৫৮৯৮ ইউয়েন। ১৮ জিবি র্যাম ভার্সনের দাম ৭৬৯৮ ইয়েন।
চীনের শেনঝেন ভিত্তিক টেক ব্র্যান্ড জেডটিই তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটটিকে চীনের মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের সফলতা উদযাপনের প্ৰতীক রূপে বাজারে নিয়ে এসেছে।
জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা এরোস্পেস এডিশন ফোনে সিরামিক রিয়ার প্যানেল রয়েছে। এই প্যানেলটি ইন্টিগ্রেটেড ন্যানো-কাস্টিং মোল্ডিং প্রক্রিয়া ব্যবহারে নির্মিত।
হ্যান্ডসেটের পিছনে অবস্থিত ক্যামেরা মডিউলের উভয় পাশ দিয়ে দুইটি রিজলাইনকে উলম্বভাবে যেতে দেখা গেছে, যা একটি স্পেস শাটলের শার্প-এজের অনুকরণস্বরূপ৷
এই ডিজাইন সম্পর্কে জেডটিই জানিয়েছে, এই ডিভাইসটির রিয়ার প্যানেলের ডিজাইন, মহাকাশ দিয়ে যাওয়ার সময়ে যে আলো এবং ছায়ার প্রতিফলন পড়ে স্পেসশিপে তার দ্বারা অনুপ্রাণিত।
ডিভাইসটি একটি ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি চিপসহ এসেছে। এই চিপসেটের সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসেনি। এটি সম্ভবত গুগল পিক্সেল ফোনে থাকা টাইটান এম সিরিজের সিউকিউরিটি চিপগুলোর মতোই হবে।
জেডটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা ফোনে ৬.৮১ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৮০ x ১,১১৬ পিক্সেল) অ্যামোলিড ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১০ বিট কালার, ৪০০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।
ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত। এতে সর্বাধিক ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে বিদ্যমান থাকছে অ্যানড্রয়েড ১২ ভিত্তিক মাই ওএস ১২ কাস্টম স্কিন। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।