জনপ্রিয় এম সিরিজের নতুন ফোন বাজারে নিয়ে আসছে স্যামসাং। লো-বাজেটের এই ফোনের মডেল গ্যালাক্সি এম১৪ ফাইভজি। ডিভাইসটি সর্ম্পকে ইতোমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে কিছু তথ্য উঠে এসেছে।
বাজেট রেঞ্জের এই স্যামসাং ফোনে এক্সিনস এস৫ই৮৫৩৫ অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যা এক্সিনস ১৩৩০ প্রসেসর। উন্নত প্রসেসর না হলেও পারফরম্যান্সের দিক দিয়ে খুব একটা খারাপ না। চিপটিতে দুটি ২.৪ গিগাহার্টজ-ক্লকড কোর এবং ছয়টি ২.০০ গিগাহার্টজ-ক্লকড কোর রয়েছে।
স্যামসাংয়ের নতুন এই ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে এই ফোনে। ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র্যাম। তবে একাধিক ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনে স্টোরেজ কেমন থাকবে তা জানা যায়নি।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়াও টাইপ-সি চার্জিং পোর্ট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কোস্পানির পক্ষ থেকে দাম না জানালেও বলা হচ্ছে, ফোনটির বাজার মূল্য ১৫ হাজার টাকার মতো হতে পারে।