চলতি বছরের শুরুতে চীনের বাজারে গেমিং ল্যাপটপ লিজিয়ন আর৯০০০পি উন্মোচন করে লেনোভো। গত বছর এএমডি রাইজেন ৭-৭৭৪৫এইচএক্স প্রসেসর ও একই নামে আসা ডিভাইসের উত্তরসূরি হিসেবে এটি সফল হয়। বর্তমানে কোম্পানিটি নতুন গ্ল্যাসিয়ার হোয়াইট রঙের আরেকটি ভার্সন উন্মোচনের ঘোষণা দিয়েছে।
এতে রাইজেন নয় সিরিজের চিপসেট ও আরটিএক্স-৪০৬০ গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হয়েছে। আর৯ ৭৯৪৫এইচএক্স প্রসেসরে ১৬টি বড় কোর ও ৩২টি থ্রেডস রয়েছে। এর সর্বোচ্চ গতি ৫ দশমিক ৪ গিগাহার্টজ। ল্যাপটপটিতে ২৫৬০x১৬০০ পিক্সেলের ১৬ ইঞ্চি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ।
এতে জি-সিঙ্ক, ফ্রিসিঙ্ক প্রিমিয়াম, ডলবি ভিশন ও ডিসি ডিমিং প্রযুক্তি রয়েছে। গেমিং ল্যাপটপ হিসেবে তাপ নিয়ন্ত্রণে এতে ফ্রস্ট ব্লেড প্রো কুলিং সিস্টেম ভার্সন ৫, থ্রিডি মেশ কম্পোজিট হিট পাইপ, একটি থ্রিডি ব্লেড ফ্যালকন ফ্যান, মাল্টি-জোন এয়ার ইনলেট ও আউটলেট সিস্টেম রয়েছে। গ্ল্যাসিয়ার হোয়াইট রঙে লিজিয়ন আর৯০০০পি কিনতে ৯ হাজার ২৯৯ ইউয়ান বা ১ হাজার ৩৭১ ডলার ব্যয় হবে।