প্রযুক্তি বাজারের নতুন চমক ফোল্ডেবল ও ফ্লিপ স্মার্টফোন। এগুলোর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি আগের দিনের সেলফোনগুলো এখন ব্যবহারকারীদের নতুন করে আকৃষ্ট করছে। এ বিষয় সামনে রেখে রেট্রো ডিজাইনের গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং।
স্যাম মোবাইলের প্রতিবেদন অনুযায়ী, শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর বিশেষ সংস্করণটি আনা হবে। মূলত জনপ্রিয় ক্ল্যাসিক ফ্লিপ ফোন এসজিএইচ-ই ৭০০ মডেলকে অনুসরণ করে এ স্মার্টফোনটি আনছে স্যামসাং।
মার্সিডিজ বেঞ্জের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে স্যামসাং এসজিএইচ-ই ৭০০ সেলফোনটি তৈরি করা হয়। সে সময় একে বেঞ্জ ফোন নামে ডাকা হতো। এটিই প্রথম স্যামসাং ফোন যা প্রায় ১ কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এসজিএইচ-ই ৭০০ মডেলের মতো গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো সংস্করণটি গাঢ় নীল এবং ধূসর রঙে আনা হতে পারে।