চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে তাদের এনজয় সিরিজের নতুন ফোন লঞ্চের তোড়জোড় শুরু করলো। মনে করা হচ্ছে যে কোম্পানি আগামী ২৪ জুন হুয়াওয়ে এনজয় ২০ প্রো লঞ্চ করবে। এই ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে আসতে পারে। এই ফোন মিডিয়াটেক ডিমেন্সিটি ৮০০ প্রসেসরের সাথে আসবে। কিছুদিন আগেই ৫জি কানেক্টিভিটি সাপোর্টের সাথে এই প্রসেসর লঞ্চ করে মিডিয়াটেক। এটি কোম্পানির মিড রেঞ্জে আসা ৫জি ফোন হবে।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী হুয়াওয়ে এনজয় ২০ প্রো ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬০×৭৫.৩××৮.৪ এমএম
নেটওয়ার্ক সমর্থন :জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / এলটিই / ৫জি
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৫ ইঞ্চি এলটিপিএস আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :১০২০×২৪০০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : মিডিয়াটেক ডিমেন্সিটি ৮০০
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৮/ ৬গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮/১২৮
রিয়ার ক্যামেরা : ৪৮,৮,২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ২২.৫ ওয়াট চার্জিং সমর্থন