চীনভিত্তিক ট্রানশান সম্প্রতি টেকনো ব্র্যান্ডের ‘ক্যামন ১৬ প্রিমিয়ার’ নামে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি মাসের শুরুতে উন্মোচনের ঘোষণা দেয়া হয়। বিশ্ববাজারে সরবরাহ শুরু হবে শিগগিরই।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭০.৬ী৭৭.২ী৯.১ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৯ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ১০৮০ী২৪৬০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এইচআইওএস ৬.০
চিপসেট : অক্টা-কোর মিডিয়াটেক এমটি ৬৭৮৫ হেলিও জি৯০টি
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট
রিয়ার ক্যামেরা : ৬৪, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের কোয়াড
ফ্রন্ট ক্যামেরা : ৪৮ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
সেন্সর : ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন
সূত্র: জিএসএম এরিনা