১৬ অক্টোবর পোকো ব্র্যান্ডের আওতায় নতুন স্মার্টফোন ‘পোকো সিথ্রি’ উন্মোচন করতে যাচ্ছে শাওমি। ডিভাইসটি উন্মোচনের পর পরই বৈশ্বিক বাজারে সরবরাহ শুরু হবে বলে মনে করা হচ্ছে।
শাওমির পোকো ব্র্যান্ডের আওতায় আসা আগের ডিভাইসগুলোর চেয়ে আরো উন্নত এবং আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—
কাঠামো: প্লাস্টিকের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশ ১৬৪.৯ী৭৭.১ী৯ মিলিমিটার
নেটওয়ার্ক সমর্থন: জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম: ডুয়াল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি আইপিএস এলসিডি
ডিসপ্লে রেজল্যুশন: ৭২০×১৬০০ পিক্সেল
ওএস: অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২
চিপসেট: ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫
মেমোরি কার্ড: মাইক্রোএসডিএক্সসি
র্যাম ও অভ্যন্তরীণ স্টোরেজ: ৩ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২ গিগাবাইট ও ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ
রিয়ার ক্যামেরা: ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল সিঙ্গেল
কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
সেন্সর: অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার
ব্যাটারি: নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন