বর্তমানের সেরা মোবাইল ফোনটি হচ্ছে সাওমি। মোবাইল কোম্পানিগুলোর মধ্যে চলছে আপডেটের প্রতিযোগিতা তখন সাওমি কেন থাকবে পিছিয়ে। চলুন দেখে আসি সাওমি এম আই ১০টি প্রো তে কি দেওয়া আছে।
প্রথমে আলোচনা করি ডিসপ্লে নিয়ে:
সাওমি এম আই ১০টি প্রো তে দেওয়া আছে ৬.৬৭ ইঞ্চি এল সি ডি ডিসপ্লে। রেজুলেশন দেওয়া আছে ১০৮০*২৪০০ পিক্সেল। রিফ্রেশ রেট দেওয়া আছে ১৪৪ হার্জ, যেখানে ১২০ হার্জ হলেই মোবাইল খুব বেশি ফাস্ট হয়ে থাকে। মোবাইলটির ওজন দেওয়া হয়েছে ২১৮ গ্রাম যা ১৬৫.১*৭৬.৪*৯.৩ মিলিমিটার। অ্যালুমিনিয়াম ফ্রেমে বাধা মোবাইলটির ওজন অন্যান্য মোবাইলের থেকে একটু বেশি। নিরাপত্তার জন্য সামনের ডিসপ্লে তে দেওয়া আছে গরিলা গ্লাস ৫ এবং ব্যাক সাইডের ও দেওয়া আছে গরিলা গ্লাস ৫। এবার আলোচনা করা যাক মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে:
চিপসেট হিসেবে দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৮৬৫ অক্টা কোর প্রসেসর। জি পি ইউ দেওয়া আছে অ্যাড্রিনো ৬৫০। সাওমি এম আই ১০টি প্রো তে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১০। র্যাম দেওয়া আছে ৮ জিবি ও রম দেওয়া আছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি। হার্ডওয়্যার বেশ ভাল দেওয়া হয়েছে ফোনটিতে। বর্তমানের আলোচিত গেম পাবজি, ফ্রি ফায়ার সহ অনেক ভাল গেম খেলা যাবে খুব ভাল ভাবে, এছাড়া নেটফ্লিক্স এর মত অনেক ভাল সাইট থেকে হাই রেজুলেশন এর ভিডিও স্ট্রিমিং করা যাবে। এবার আলোচনা করা যাক সাওমি এম আই ১০টি প্রো তে ক্যামেরা কেমন দেওয়া আছে:
এখানে উল্লেখ্য যে মোবাইল ফোনটিতে বেশ ভাল ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে ব্যাবহার করা হয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা। প্রধান ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেল এর। আল্ট্রাওয়াইড ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর। মাক্রো ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল এর। এবং সাথে রয়েছে এল ই ডি ফ্ল্যাশলাইট। সেল্ফির জন্য দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেল এর ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি ও বেশ ভাল। ৫জি বিশিষ্ট মোবাইলে রয়েছে ডুয়েল সিম ব্যাবহার করার সুবিধা এতে ন্যানো সিম ব্যাবহার করা যাবে। ২টি স্পিকার রয়েছে মোবাইল ফোনটিতে যার কোয়ালিটি অতুলনীয়। সাওমি এম আই ১০টি প্রো মোবাইল ফোনটির সাথে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি, ফাস্ট চার্জিং এর জন্য ৩৩ ওয়াটের চার্জার। পাওয়ার ডেলিভারি ৩.০। সবচেয়ে মজার বিষয় ফোনটিতে ০ থেকে ১০০% চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘন্টা ১৫ মিনিট। ব্যাটারি ব্যাকআপ ও বেশ ভাল। মোবাইলটিতে কমপ্লেইন করার কোন সুযোগ সাওমি রাখেনি।
এবার আলোচনা করা যাক মোবাইলটির মূল্য নিয়ে:
সাওমি এম আই ১০টি প্রো মোবাইলটির মূল্য নির্ধারন করা হয়েছে ১২৮ জিবি রম ও ১২ জিবি র্যামের জন্য ৫৯৯$ এবং ২৫৬ জিবি রম ও ৮ জিবি র্যামের জন্য ৭৯৯$। আমার কাছে মোবাইলটি বেশ ভাল লেগেছে, আপনি ও ব্যাবহার করে দেখতে পারেন।