এলজি ব্রান্ড মোবাইল খুব কিমি. তৈরি করে। আবার তৈরি করলেও তেমন জনপ্রিয়তা পায় নাহ। কিন্তু এবার মোবাইল বাজারে তাদের স্থান করে নিতে তারা বাজারে আনছে এলজি কিউ৫২। তো চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে এই মোবাইলে।
প্রথমে কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে।এতে ব্যবহার করা হয়েছে গ্লাস এর ফ্রন্ট বডি।ফোনটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমে।এই মোবাইলটির বডি ডাইমেনশন 165 x 76.7 x 8.4 মিলিমিটার।মোবাইলটির ওজন মাত্র ১৮৬গ্রাম।
চলুন আলোক পাত করা যাক ডিসপ্লে নিয়ে!
এতে দেয়া হয়েছে ৬.৬ইঞ্চির আইপিএস এলচিডি ডিসপ্লে।যার রেজুলেশন 720 x 1600 পিক্সেলস।স্ক্রিন টু বডি রেশিও ২০ঃ৯।মোবাইলটি তে এলজি দিচ্ছে মোটামোটি মানের ডিসপ্লে।এর থেকেও ভাল ডিসপ্লে তারা দিতে পারত।
এবার আসা যাক মোবাইলের সব থেকে গুরুত্বপুর্ণ অংশ হার্ডওয়্যার সেকশেন!
এতে চিপসেট হিসেবে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও পি৩৫।এটি একটি ১২ন্যানো মিটার এর অক্টা কোর প্রসেসর।এর সাথে জিপিইউ হিসেবে দেয়া হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩২০।এই থেকে খুব ভাল গেমিং আমি আশা করি নাহ।
এবার দেখা যাক মোবাইলটির ক্যামেরা সেটাপ!
মোবাইলটির পিছনে দেয়া হয়েছে কুয়াড ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ৪৮মেগাপিক্সেলের ওয়াইড লেন্স।এছাড়া ৫মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াড ক্যামেরা এবং ২মেগা পিক্সেলের ডেপঠ এবং ম্যাক্রো লেন্স। ভিডিও করা যাবে ১০৮০পিক্সেলে ৩০এফপিএস এ।সামনে সেলফি ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ১৩মেগা পিক্সেলের একটি লেন্স।ভিডিও করা যাবে ১০৮০পিক্সেলে ৩০এফপিএস এ।
এবার আসা যাক মোবাইলের ব্যাটারি তে!
এতে দেয়া হয়েছে ৪০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।এই ব্যাটারি কে চার্জ করার জন্য দেয়া হয়েছে ১৮ওয়াট এর একটি ফাস্ট চার্জার।
এতে থাকছে লাউড স্পিকার এবং ৩.৫৫মিলিমিটার এর অডিও জ্যাক।থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই ব্লটুথ ৫.০,ইউএসবি টাইপ ছি ৩.১।কিন্তু থাকছে নাহ রেডিও।
সিকিউরিটি হিসেবে দেয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট।
মোবাইলটি বাজারে পাওয়া যাবে সিল্কি হোয়াইট এবং রেড কালারে।
বাংলাদেশের বাজারে এটি কবে অফিসিয়ালি আসবে তার কোন খবর নেই।ইউরোপের বাজারে এর দাম ২৯৯ইউরো।