মাইক্রোম্যাক্স সিরিজের নতুন মোবাইল এসে গেলে বাজার মাতাতে। এর পুরোনো মোবাইল গুলোর চেয়ে বেশ শক্তিশালী ভাবে তৈরী করা হয়েছে যা বাজেট অনুযায়ী অন্যান্য অনেক মোবাইল গুলোর থেকে বেশ ভাল। মাইক্রোম্যাক্স ২য় বারের মত বেশ ভাল প্রস্তুতি নিয়েছে। চলুন কথা না বাড়িয়ে এই মোবাইলটি নিয়ে আলোকপাত করা যাক।
প্রথমেই আলোচনা করা যাক এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে :
মাইক্রোম্যাক্স ইন নোট ১ এ দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি মাপের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের আই পি এস এল সি ডি ডিসপ্লে। যার রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০*২৪০০ পিক্সেল। এখানে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন। এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস বেশ ভালই দেওয়া হয়েছে। সূর্যের আলোতে বেশ ভালই পারফর্ম করবে।
এবার এই ফোনটির ক্যামের সেকশন নিয়ে আলোচনা করা যাক:
মাইক্রোম্যাক্স ইন নোট ১ এ দেওয়া হয়েছে কোয়ার্ড ক্যামেরা সেটাপ। এখানে প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল এর, এখানে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড এংগেল ক্যামেরা, আরো দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ৪ কে রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচ ডি রেজুলেশনে ভিডিও করা যায়। অন্যান্য সব মোবাইলের মত এখানে বেশ রকম মোড করা যায় এই ফোনটিতে। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভাল লেগেছে।
এবার আলোচনা করব মাইক্রোম্যাক্স ইন ১ নোট এর হার্ডওয়্যার নিয়ে:
মাইক্রোম্যাক্স ইন ১ নোট এ মিডিয়াটেক এর হেলিও জি ৮৫ প্রসেসর। এর জি পি ইউ মালি জি ৫২। এখানে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ফোন স্টোরেজ। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মত অনেক ভাল ভাল গেম খেলা যাবে। তবে খুব একটা স্মুথলি খেলা যাবে না। মোবাইলটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি, আরো রয়েছে ফিংগার প্রিন্ট। ৩ টি রং এ পাওয়া যাবে এই ফোনটি। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ ভালই পাওয়া যাবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। এছাড়া অডিও দেওয়া হয়েছে ৩.৫ মিলিমিটার এর জ্যাক, টাইপ সি পোর্ট।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে:
মাইক্রোম্যাক্স ইন নোট ১ এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এর মূল্য ধরা হয়েছে ১০৯৯৯ রুপি যার বাংলাদেশি মূল্য ১৩০০০-১৪০০০ এর আশেপাশে হবে ও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এর মুল্য হবে ১২৯৯৯ রুপি যার বাংলাদেশি মূল্য হবে ১৪০০০-১৫০০০ এর আশেপাশে মূল্য হবে। মোবাইলটির মূল্য হিসেবে স্পেসিফিকেশন বেশ ভাল দিয়েছে। আপনি এই ফোনটি কিনতেই পারেন।